ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কর্মসূচির অনুমতি চাইতে ডিএমপিতে জামায়াতের প্রতিনিধিরা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫২ ঘণ্টা, জুন ৬, ২০২৩
কর্মসূচির অনুমতি চাইতে ডিএমপিতে জামায়াতের প্রতিনিধিরা

ঢাকা: আগামী ১০ জুন দুপুরে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সেই কর্মসূচির অনুমতি চাইতে আবারো ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কার্যালয়ে গেছেন তাদের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার (৬ জুন) বিকেল ৪টা ১০ মিনিটে জামায়াতের ৮ সদস্যের এই প্রতিনিধি দল ডিএমপি কার্যালয়ের ভেতরে যান। প্রতিনিধি দলে রয়েছেন- অ্যাডভোকেট মো. সাইফুর রহমান, অ্যাডভোকেট নাজমুল হোসাইন, অ্যাডভোকেট জালাল আহমেদ, মো. তরিকুল ইসলাম ও অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম প্রমুখ।
 
ডিএমপিতে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলবেন জামায়াতের প্রতিনিধিরা।

উল্লেখ্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিরোধ, আমীরে জামায়াত ডা. শফিকুর রহমানসহ জাতীয় নেতৃবৃন্দ ও ওলামা মাশায়েখদের মুক্তি এবং কেয়ারটেকার সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার দাবিতে এর আগেও সোমবার (৫ জুন ) সমাবেশ ও মিছিলে সহযোগিতা চেয়ে জামায়াতের পক্ষ থেকে আবেদন করা হয়েছিল।

বাংলাদেশ সময়: ১৬৫১ ঘণ্টা, জুন ৬, ২০২৩
এসজেএ/এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।