ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

নির্বাচন সুষ্ঠু হয়েছে, ফল মেনে নিয়েছি: আজমত উল্লা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৫ ঘণ্টা, মে ২৬, ২০২৩
নির্বাচন সুষ্ঠু হয়েছে, ফল মেনে নিয়েছি: আজমত উল্লা

গাজীপুর: দুই দফা গাজীপুর সিটি করপোরেশন (গাসিক) নির্বাচনে অংশ নিয়ে দুবারই হেরেছেন আওয়ামী লীগ নেতা আজমত উল্লা খান। বৃহস্পতিবার (২৫ মে) গাসিক ভোটে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা  জায়েদা খাতুনের কাছে ১৬ হাজার ১৯৭ ভোটে হেরেছেন তিনি।

তবে হারলেও নির্বাচন সুষ্ঠু হয়েছে বলে জানিয়েছেন তিনি।

পরাজিত হওয়ার পর শুক্রবার (২৬ মে) এক প্রতিক্রিয়ায় সাংবাদিকদের এ কথা বলেন আজমত উল্লা খান। তিনি বলেন, কিছু কেন্দ্রে ইভিএম ত্রুটি ছিল। ফলে অনেকে ভোট দিতে পারেনি। আমি ফলাফল মেনে নিয়েছি। পরাজয়ের কারণ পর্যালোচনা করে দেখা হবে।

বৃহস্পতিবার বিকেল ৪টা পর্যন্ত গাজীপুর সিটি করপোরেশনের ৫৭টি ওয়ার্ডের ৪৮০ কেন্দ্রে ৫ লাখ ৭৫ হাজার ০৫০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মেয়র পদে জায়েদা খাতুন (টেবিল ঘড়ি) পেয়েছেন ২ লাখ ৩৮ হাজার ৯৩৪ ভোট। নৌকার প্রার্থী আজমত উল্লা খান পেয়েছেন ২ লাখ ২২ হাজার ৭৩৭ ভোট।

নির্বাচনে মেয়র পদে অন্যান্য প্রার্থীদের মধ্যে জাতীয় পার্টি এমএম নিয়াজ উদ্দিন (লাঙ্গল) ১৬ হাজার ৩৬২;  ইসলামী আন্দোলন বাংলাদেশ গাজী আতাউর রহমান (হাতপাখা) ৪৫ হাজার ৩৫২; জাকের পার্টি মো. রাজু আহমেদ (গোলাপ ফুল) ৭ হাজার ২০৬; গণফ্রন্টের আতিকুল ইসলাম (মাছ) ১৬ হাজার ৯৭৪; স্বতন্ত্র প্রার্থী সরকার শাহনূর ইসলাম (হাতি) ২৩ হাজার ২৬৫ ও হারুন অর রশীদ (ঘোড়া) ২ হাজার ৪২৬ ভোট পেয়েছেন।

এর আগে নিজের প্রথম নির্বাচনে বিএনপি প্রার্থী অধ্যাপক এম এ মান্নানের বিপরীতে বিপুল ভোটের ব্যবধানে পরাজিত হন আজমত উল্লা খান। গাসিকের দ্বিতীয় নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেন আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর আলম। তৃতীয় নির্বাচনে জয় পেলেন তার মা।

বাংলাদেশ সময়: ১৭৩৫, এপ্রিল ২৬, ২০২৩
আরএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।