ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যানের গাড়ি বহরে হামলার অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৯ ঘণ্টা, মে ২৬, ২০২৩
খাগড়াছড়িতে বিএনপির ভাইস চেয়ারম্যানের গাড়ি বহরে হামলার অভিযোগ

খাগড়াছড়ি: খাগড়াছড়িতে দলীয় সমাবেশে যোগ দিতে আসার সময় বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের গাড়ি বহরে হামলার অভিযোগ উঠেছে। হামলায় আন্তত ১০ নেতাকর্মী আহত হওয়ার কথা জানিয়েছে দলটি।

শুক্রবার (২৬ মে) বেলা ১১টার দিকে শহরের নারিকেল বাগানস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

বিএনপি সূত্রে জানা যায়, পূর্ব ঘোষণা অনুয়ায়ী দ্রব্যমূল্য বৃদ্ধিসহ নানা ইস্যুতে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। এতে প্রধান অতিথি হয়ে যোগ দিতে আসেন দলটির কেন্দ্রীয় ভাইস-চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তার গাড়িবহর শহরের নারিকেল বাগানস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের সামনে আসলে হামলার শিকার হয়।

খাগড়াছড়ি জেলা বিএনপির সহ-দপ্তর সম্পাদক নিপু আহম্মেদ জানান, বিনা উস্কানিতে পুলিশের সহায়তায় গাড়ি বহরে হামলা চালানো হয়। এতে গাড়ি ভাংচুর করা হয়েছে। হামলায় জেলা বিএনপির সহ-সভাপতি ক্ষেত্রমোহন রোয়াজা, সদর উপজেলা বিএনপি কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, ৩নং ওয়ার্ড সদর পৌর ছাত্রদলের সহ-সভাপতি ইফতি হাসান, মানিকছড়ি উপজেলা ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক সোহেল রানাসহ বেশ কয়েকজন আহত হয়।  

এদিকে শহরের কলাবাগান এলাকায় আয়োজিত সমাবেশ ঘিরে বাঁধাদানসহ ভয়ভীতি দেখানো হচ্ছে বলেও তিনি অভিযোগ করেন।

অন্যদিকে আওয়ামী লীগের দাবি দলটির শান্তি সমাবেশের প্রস্তুতির সময় দলীয় অফিসের সামনে বিএনপির লোকজন হামলা চালিয়েছে। এতে আওয়ামী লীগের ৫/৬ জন নেতাকর্মীকে আহত করেছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক চন্দন কুমার দে, এটি সন্ত্রাসী কর্মকাণ্ড উল্লেখ করে তীব্র নিন্দা জানান। একই সঙ্গে জড়িতদের কঠোর শাস্তির ব্যবস্থার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, মে ২৬, ২০২৩
এডি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।