ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

খাগড়াছড়ি জেলা যুবদলের সম্পাদকের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪১ ঘণ্টা, মে ৪, ২০২৩
খাগড়াছড়ি জেলা যুবদলের সম্পাদকের মৃত্যু ইব্রাহিম

খাগড়াছড়ি: জেলা যুবদলের সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম খলিল (৪০) মৃত্যুবরণ করেছেন।

বৃহস্পতিবার (৪ মে) ভোর সাড়ে ৬টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুর আগে দীর্ঘ ৭দিন চিকিৎসারত অবস্থায় ছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্খী রেখে গেছেন ইব্রাহিম। তার মৃত্যুতে খাগড়াছড়ির সর্বস্তরের মানুষের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূঁইয়াসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ ইব্রাহিমের মৃত্যুতে পৃথক পৃথক বিবৃতিতে শোক প্রকাশ করেছেন।

প্রসঙ্গত, ইব্রাহিম গত ২৭ এপ্রিল ব্রেইন স্ট্রোক করে হাসপাতালে ভর্তি হন। তারপর টানা নিবিড় পর্যবেক্ষণে ছিলেন তিনি।

বাংলাদেশ সময়ঃ ১৬৪১ ঘণ্টা, মে ০৪, ২০২৩
এডি/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।