ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

পলাশবাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫০ ঘণ্টা, মে ১, ২০২৩
পলাশবাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার পলাশবাড়ী পৌর জামায়াতের সেক্রেটারী তাজুল ইসলাম মিলন

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি তাজুল ইসলাম মিলনকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১ মে) দুপুরে পৌরশহরের কালিবাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জামায়াত নেতা মিলন কিশোরগাড়ী ইউনিয়নের পশ্চিম ফরিদপুর গ্রামের আজগার আলী মাস্টারের ছেলে।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, 
তাজুল ইসলাম মিলনের বিরুদ্ধে বেশকিছু নাশকতা মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পুলিশ তাকে গ্রেপ্তার করেছে।

তিনি আরও জানান, বিকেলে মিলনকে আদালতের মাধ্যমে গাইবান্ধা জেলা কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মে ১, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।