ঢাকা, শনিবার, ৬ পৌষ ১৪৩১, ২১ ডিসেম্বর ২০২৪, ১৮ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

জলঢাকায় গোপন বৈঠক থেকে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩২ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
জলঢাকায় গোপন বৈঠক থেকে জামায়াত-শিবিরের ৫ নেতাকর্মী আটক

নীলফামারী: নীলফামারীর জলঢাকায় গোপন বৈঠক থেকে জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালের দিকে উপজেলার দক্ষিণ দেশীবাই গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বিকেলে মামলা দায়ের শেষে সন্ধ্যায় তাদের আদলতে পাঠানো হয়।

আটক নেতাকর্মীরা হলেন- উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. কামরুজ্জামান (৪৮), জেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ মহসিন আলী (২৮), উপজেলা ছাত্র শিবিরের কোষাধ্যক্ষ ও জামায়াতের উপজেলা আমিরের ছেলে মোহাম্মদ মুজাহিদুল ইসলাম (২৯), ডিমলা উপজেলার বালাপাড়া ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ রবিউল ইসলাম (৪৮) ও জেলা সদরের টুপামারী ইউনিয়নের শিবির কর্মী মো. মাইনুল ইসলাম (২০)।

পুলিশ জানায়, নাশকতা ও অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত করার পরিকল্পনায় উপজেলার দক্ষিণ দেশীবাই গ্রামে উপজেলা জামায়াতের আমির মো. মোখলেছুর রহমান মাস্টারের বাড়িতে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনা চলছিল। খবর পেয়ে পুলিশ ওই বাড়িতে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের পাঁচ নেতাকর্মীকে আটক করে। এসময় সেখানে অনেকগুলো জিহাদি বই, বাঁশের লাঠি ও রড পাওয়া যায়। পরে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ১৫ (৩)/২৫ ধারায় মামলা দায়ের করে সন্ধ্যায় তাদের আদালতে পাঠনো হয়েছে।

জলঢাকা থানার পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায় গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০৮৩১ ঘণ্টা, এপ্রিল ২৮, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।