ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

নতুন রাষ্ট্রপতিকে জাপা চেয়ারম্যানের অভিনন্দন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৫ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
নতুন রাষ্ট্রপতিকে জাপা চেয়ারম্যানের অভিনন্দন

ঢাকা: দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মো. সাহাবুদ্দিনকে অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের।

সোমবার (২৪ এপ্রিল) এক অভিনন্দন বার্তায় নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সাফল্য, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেছেন তিনি।

অভিনন্দন বার্তায় জাপা চেয়ারম্যান জিএম কাদের বলেন, আইন পেশা, বিচারালয় এবং দুদকে দায়িত্ব পালনের অভিজ্ঞতা মো. সাহাবুদ্দিনের রাষ্ট্র পরিচালনায় সহায়ক হবে। রাষ্ট্রপতি দলমত নির্বিশেষে গণমানুষের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করলে দেশ ও জাতি উপকৃত হবে।

তিনি বলেন, নবনির্বাচিত রাষ্ট্রপতি গণমানুষের অধিকার রক্ষায় সচেষ্ট থাকবেন।

জাতীয় পার্টি চেয়ারম্যান আশা প্রকাশ করে বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে সরকার ও নির্বাচন কমিশনকে সহায়তা করবেন নতুন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, এপ্রিল ২৪, ২০২৩
এসএমএকে/এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।