ঢাকা, রবিবার, ১ পৌষ ১৪৩১, ১৫ ডিসেম্বর ২০২৪, ১২ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

নীলফামারী জেলা মহিলা আ.লীগ সভানেত্রী রোকেয়া আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৯ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
নীলফামারী জেলা মহিলা আ.লীগ সভানেত্রী রোকেয়া আর নেই

নীলফামারী: নীলফামারী জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রোকেয়া ইসলাম রুপালি (৫৫) আর নেই।  
মঙ্গলবার (১৮ এপ্রিল) তিনি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

বুধবার (১৯ এপ্রিল) বিকেলে জানাজার নামাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।  

তার মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানিয়েছেন নীলফামারী-২ আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাবেয়া আলীম, নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সভাপতি দেওয়ান কামাল আহমেদ, জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মমতাজুল হক, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহিদ মাহমুদ, সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও সৈয়দপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোখছেদুল মোমিনসহ অনেকে।

বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, এপ্রিল ১৯, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।