ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

পূর্ণাঙ্গ কমিটি পেল কুমিল্লা দক্ষিণ জেলা আ.লীগ, নেতৃত্বে আ হ ম মুস্তফা কামাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৯ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
পূর্ণাঙ্গ কমিটি পেল কুমিল্লা দক্ষিণ জেলা আ.লীগ, নেতৃত্বে আ হ ম মুস্তফা কামাল

কুমিল্লা: কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। দলের সভাপতি শেখ হাসিনার নির্দেশে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এ কমিটির অনুমোদন দেন।

ওবায়দুল কাদের স্বাক্ষরিত কমিটি অনুমোদনের চিঠি সোমবার (১০ এপ্রিল) বিভিন্ন গণমাধ্যমে পাঠানো হয়।  

কমিটির সভাপতি পদে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এবং সাধারণ সম্পাদক পদে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের সংসদ সদস্য মো. মুজিবুল হক মুজিব রয়েছেন।  

দলীয় সূত্রে জানা যায়, গত বছরের ৮ ডিসেম্বর বিকেলে জেলার লালমাই উপজেলার বাগমারা উচ্চ বিদ্যালয় মাঠে দলের দক্ষিণ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করেন। গত রোববার (৯ এপ্রিল) ৭৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।  
কমিটির ১১ জন সহ-সভাপতির মধ্যে প্রথম সহ-সভাপতি পদে আছেন কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। অপর সহ-সভাপতি পদে আছেন বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিন আহমেদ চৌধুরী, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী, কুমিল্লা-৫ (বুড়িচং ও ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য আবুল হাসেম খান, সদর দক্ষিণ উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম সারওয়ার, মো. ইলিয়াছ মিয়া, লাকসাম উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. ইউনুস ভূঁইয়া, ব্রাহ্মণপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর খান চৌধুরী, এ এম শাহাদাত হোসাইন, নাঙ্গলকোট উপজেলা পরিষদের চেয়ারম্যান সামছুদ্দিন কালু ও ব্যবসায়ী এ জেড এম শফিউদ্দিন।  

যুগ্ম সাধারণ সম্পাদক পদে আছেন মো. সাজ্জাদ হোসেন, পার্থ সারথী দত্ত, এম এ করিম মজুমদার, সাংগঠনিক সম্পাদক রুপম মজুমদার, অ্যাডভোকেট কামরুল ইসলাম, আশিকুন্নবী বাপ্পী, দপ্তর সম্পাদক মো. শহিদ উল্লাহ, মহিলা বিষয়ক সম্পাদক নাছরিন আক্তার মুন্নী ও কোষাধ্যক্ষ পদে আছেন আলী আকবর। এছাড়া উপদেষ্টা রাখা হয়েছে ২৭ জনকে।  

বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, এপ্রিল ১১, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।