ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

ময়মনসিংহে ৬ শতাধিক পরিবার পেল যুবলীগের খাদ্য সামগ্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
ময়মনসিংহে ৬ শতাধিক পরিবার পেল যুবলীগের খাদ্য সামগ্রী

ময়মনসিংহ: ময়মনসিংহে পবিত্র মাহে রমজানে নিম্ন আয়ের অসহায় ছয় শতাধিক পরিবারে মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে যুবলীগ। এতে চাল, ডাল, চিনিসহ বিভিন্ন ধরনের খাদ্য সামগ্রী রয়েছে।

শনিবার (৮ এপ্রিল) বিকেলে ময়মনসিংহ শহরের চরপাড়া প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা যুবলীগের সদস্য আসাদুজ্জামান রুমেল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে ময়মনসিংহ জেলা যুবলীগের তত্ত্বাবধানে এ খাদ্য সামগ্রী বিরতণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট আজহারুল ইসলাম।

এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনডিসংহ সিটি করপোরেশনের ১৪ নং ওয়ার্ডের কাউন্সিলর ফজলুল হক উজ্জ্বল, যুবলীগ নেতা সাগর চৌধুরী, তারেক হাসান রনি, শফিকুল আলম রুকন, নাহিদুল ইসলাম, আতাউর রহমান মিলন ও আল আমিন স্বপন।  

আসাদুজ্জামান রুমেল বলেন, রমজানে নিম্ন আয়ের অনেক মানুষ অসহায় জীবন-যাপন করছে। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রতি বছরের ন্যায় এবারও অসহায় মানুষদের জন্য যুবলীগের পক্ষ থেকে এসব খাদ্য সামগ্রী বিতরণের চেষ্টা করেছি।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, এপ্রিল ৯, ২০২৩
জেএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।