ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

ঢাকায় সমাবেশে নারায়ণগঞ্জ যুবদল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
ঢাকায় সমাবেশে নারায়ণগঞ্জ যুবদল

নারায়ণগঞ্জ: ঢাকায় যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে আয়োজিত সমাবেশে অংশগ্রহণ করেছে নারায়ণগঞ্জ জেলা যুবদলের নেতাকর্মীরা।

বুধবার (১৫ মার্চ) সমাবেশে অংশ নিতে দুপুরে মিছিলসহ নারায়ণগঞ্জ থেকে ঢাকায় হাজির হন জেলা যুবদল নেতা ও জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সজীব।

এছাড়া জেলা ও মহানগর ছাত্রদলের বিভিন্ন গ্রুপ আলাদা আলাদাভাবে অংশগ্রহণ করেছে সমাবেশে।

দুপুরে মিছিল নিয়ে সেখানে মোনায়েম মুন্নার মুক্তির দাবিতে অবস্থান নেন সজীবের নেতৃত্বে নারায়ণগঞ্জ যুবদলের নেতাকর্মীরা। এ সময় তার মুক্তির দাবিতে নানা স্লোগান দেন নেতাকর্মীরা।

খাইরুল ইসলাম সজীব বলেন, আমাদের নেতার মুক্তি, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তিসহ সব রাজবন্দিদের মুক্তির দাবিতে আমাদের এ সমাবেশ। কেন্দ্রীয়ভাবে যখন যে নির্দেশনা আসবে সে নির্দেশনা বাস্তবায়ন করতে প্রস্তুত রয়েছে নারায়ণগঞ্জ জেলা যুবদল।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এমআরপি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।