ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

গণসংহতির ঢাকা জেলা কমিটির নেতৃত্বে বাচ্চু-মিজানুর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩২ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
গণসংহতির ঢাকা জেলা কমিটির নেতৃত্বে বাচ্চু-মিজানুর

ঢাকা: বাচ্চু ভূইয়াকে জেলা সমন্বয়কারী ও মিজানুর রহমান মোল্লাকে জেলা নির্বাহী সমন্বয়কারী নির্বাজিত করে গণসংহতি আন্দোলন ঢাকা জেলার ৩১ সদস্যবিশিষ্ট নির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

গত শুক্রবার (১০ মার্চ) সকালে উদ্বোধনী সমাবেশ এবং বিকেলে একটি কাউন্সিল অধিবেশনের মধ্য দিয়ে গণসংহতি আন্দোলন ঢাকা জেলার প্রথম সম্মেলন অনুষ্ঠিত হয়।

কাউন্সিল অধিবেশনে সাংগঠনিক রিপোর্টের ওপর আলোচনা শেষে কাউন্সিলরদের ভোটে নতুন কমিটি নির্বাচন করা হয়। একজন জেলা সমন্বয়কারী, দুজন যুগ্ম জেলা সমন্বয়কারী, দুজন যুগ্ম জেলা নির্বাহী সমন্বয়কারী এবং অন্যরা কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

দুজন যুগ্ম জেলা সমন্বয়কারী নির্বাচিত হয়েছেন যথাক্রমে নজরুল ইসলাম ও এফএম নুরুল ইসলাম, দুজন যুগ্ম নির্বাহী সমন্বয়কারী হলেন রোকনুজ্জামান মনি ও আব্দুল জলিল।

গণসংহতি আন্দোলন প্রথম ঢাকা জেলা কমিটির পূর্ণাঙ্গ তালিকা
১. বাচ্চু ভূইয়া, জেলা সমন্বয়কারী
২. মিজানুর রহমান মোল্লা, নির্বাহী সমন্বয়কারী
৩. নুরুল ইসলাম, জেলা যুগ্ম সমন্বয়কারী
৪. নজরুল ইসলাম, জেলা যুগ্ম সমন্বয়কারী
৫. রোকনুজ্জামান মনি, জেলা যুগ্ম নির্বাহী সমন্বয়কারী
৬. আব্দুল জলিল, জেলা যুগ্ম নির্বাহী সমন্বয়কারী

সদস্য:
৭. আজিজুল হক
৮. আল-আমিন
৯. জিয়াদুল ইসলাম
১০. নায়েব আলী
১১. রিমি আহমেদ
১২. মো. উজ্জল
১৩. মো. মিলন
১৪. রফিকুল ইসলাম
১৫. কাউছার আহম্মেদ ছেন্টু
১৬. শেখ শাহাদাত
১৭. বেলায়েত শিকদার
১৮. মোকতার হোসেন
১৯. আখতার হোসেন
২০. সেলিম গাজী
২১. রাসেল ভান্ডারী
২২. রাজা আহম্মেদ জুম্মন
২৩. রিপন আহম্মেদ রনি
২৪. মো. শামীম
২৫. মাহফুজা ইয়াসমিন মুক্তা
২৬. তৈয়ব আলী
২৭. বাবুল হোসেন
২৮. জীবন মিয়া
২৯. সাহারা আক্তার
৩০. (সদস্যপদ ফাঁকা)
৩১. (সদস্যপদ ফাঁকা)

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।