ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

মুক্তিযুদ্ধের সময় শান্তি কমিটি, এখন করে শান্তি সমাবেশ: নজরুল ইসলাম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
মুক্তিযুদ্ধের সময় শান্তি কমিটি, এখন করে শান্তি সমাবেশ: নজরুল ইসলাম পদযাত্রা কর্মসূচিতে নজরুল ইসলাম খানসহ অন্যরা।

ময়মনসিংহ: বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, মুক্তিযুদ্ধের সময় আমরা যখন যুদ্ধ করতাম তখন আমাদের বলা হতো সন্ত্রাসী, আমরা নাকি বিশৃঙ্খলা করি। তখন শান্তি কমিটি করা হয়েছিল।

আর এখন আমরা (বিএনপি) যেখানে মিছিল সমাবেশ করতে যাই, সরকারি দল আওয়ামী লীগ করে শান্তি সমাবেশ। মুক্তিযুদ্ধের সময় করেছিল শান্তি কমিটি, এখন সরকারি দল করে শান্তি সমাবেশ। মুক্তিযুদ্ধের সময় যারা শান্তি কমিটি করেছিল, তাদের বিরুদ্ধে আইন হয়েছিল। দেশের মানুষ ওদের বলে দালাল।

শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টায় ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস এলাকায় ১০ দফা দাবিতে দক্ষিণ জেলা বিএনপির পদযাত্রা কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

দ্রব‍্যমূল‍্যের উর্ধ্বগতি ও খালেদা জিয়ার মুক্তি, মিথ‍্যা মামলা প্রত‍্যাহারসহ বিএনপি ঘোষিত ১০ দফা বাতিলের দাবিতে এ পদযাত্রা কর্মসূচি পালন করে ময়মনসিংহ দক্ষিণ জেলা দল।

প্রবীণ ওই নেতা সরকারি দলের উদ্দেশে আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনে বাধা দেবেন না। পাকিস্তানিরাও বাধা দিয়ে পারেনি। তাদেরকে এ দেশ ছাড়তে হয়েছে। বন্ধ করুন এই অপসংস্কৃতি। আপনারা কর্মসূচি করবেন, করুন। আমরা আজ করলে আপনারা আরেক দিন করেন। আমরা ১০ হাজার লোক নিয়ে করলে, আপনারা ২০ হাজার লোক নিয়ে করেন। মানুষ বলবে আপনাদের লোক বেশি। তা না করে কোণায় কোণায় লোক বসিয়ে রাখেন বাধা দেওয়ার জন্য। দেশের মানুষকে ভয় দেখাবেন না। এদেশের কৃষক, ছাত্র, জনতা ভয় পায় না।

তিনি আরও বলেন, অনেকেই বলেন বিগত ২০১৪ ও ২০১৮ সালের নির্বাচনের কথা। কিন্তু এদেশে আর ’১৪ ও ’১৮ সালের মতো নির্বাচন হতে দেওয়া হবে না। আওয়ামী লীগ গুজব ছড়াবে, কেউ বিশ্বাস করবেন না। আপনারা ঐক্যবদ্ধ থাকুন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের নেতৃত্বে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছিল। এখন তারেক রহমানের নেতৃত্বে দেশে আবারও গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। ঐক্য বজায়ে রাখুন।  

এ সময় দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ডা. মাহাবুবুর রহমান লিটনের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ওয়ারেস আলী মামুন, শরীফুল আলম, দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলমগীর মাহমুদ আলম, ফখরউদ্দিন বাচ্চু প্রমুখ।

বাংলাদেশ সময়: ২০৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৫, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।