ঢাকা, বৃহস্পতিবার, ১৮ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

রাজনীতি

ভৈরব পৌর যুবলীগের সম্পাদক সৈকত বহিষ্কার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৪, ফেব্রুয়ারি ২, ২০২৩
ভৈরব পৌর যুবলীগের সম্পাদক সৈকত বহিষ্কার আল আমিন সৈকত

কিশোরগঞ্জ: দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে কিশোরগঞ্জের ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন সৈকতকে বহিষ্কার করা হয়েছে।  

বুধবার (০১ ফেব্রুয়ারি) দিনগত রাতে দলীয় সূত্রে এ তথ্য জানা গেছে।

বহিষ্কৃত আল আমিন সৈকত ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর।  

দলীয় সূত্রে জানা গেছে, গত ২৯ জানুয়ারি সন্ধ্যায় ভৈরবের কালিকাপ্রসাদ ইউনিয়ন আওয়ামী যুবলীগের ৭, ৮, ৯ নম্বর ওয়ার্ডের সম্মেলন চলাকালে ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক আল আমিন সৈকতের নেতৃত্বে হামলা ও ভাঙচুর করা হয়। এছাড়াও ভৈরব বাজারে কালিকাপ্রসাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান লিটন মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাট করা হয়।  

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টুসহ সিনিয়র নেতাদের উপস্থিতিতে সম্মেলনস্থলে হামলা, ভাঙচুর এবং ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাটে নেতৃত্ব দেন আল আমিন সৈকত। তার এসব কর্মকাণ্ড দলীয় শৃঙ্খলা ভঙ্গের কারণ হওয়ায় পৌর যুবলীগের সাধারণ সম্পাদক পদ থেকে আল আমিন সৈকতকে অব্যাহতি দেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।