ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

বিস্ফোরক মামলায় জামিন পেলেন বিএনপির ৪ নেতাকর্মী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
বিস্ফোরক মামলায় জামিন পেলেন বিএনপির ৪ নেতাকর্মী

ফরিদপুর: বিস্ফোরক মামলায় জামিন পেয়েছেন ফরিদপুরের সালথা উপজেলার বিএনপির চার নেতাকর্মী।  

মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে অতিরিক্ত জেলা দায়রা জর্জ আদালতের বিচারক অশোক কুমার দত্ত তাদের জামিন মঞ্জুর করেন।

 

একই দিন বিকেলে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মামুন-উর-রশিদ মামুন তাদের জামিনের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।  

জামিনপ্রাপ্তরা হলেন- সালথা উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. ফরিদুর রহমান, উপজেলা বিএনপির সহ-প্রচার সম্পাদক আ জ ম মুনির, সালথা উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. জিহাদ হোসাইন, যুবদল নেতা কামরুল হাসান।

গত ২০২২ সালের ০১ ডিসেম্বর ফরিদপুরের সালথা সরকারি কলেজ মাঠের পাশে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। বিএনপির নেতাকর্মীরা এ ঘটনা ঘটায় বলে দাবি পুলিশের। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গেলে তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এতে দুই উপ-পরিদর্শকসহ (এসআই) চার পুলিশ সদস্য আহত হন। পরে পুলিশ শর্টগানের তিন রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে দুর্বৃত্তরা সে সময় পালিয়ে যান।


পরে ঘটনাস্থল থেকে পুলিশ বিস্ফোরিত ককটেলসহ নাশকতার কাজে ব্যবহৃত সরঞ্জাম উদ্ধার করে। যার মধ্যে তিনটি বিস্ফোরিত ককটেল বোমার টিনের কৌটার অংশ, ১১টি দেশীয় অস্ত্র কাতরা, চারটি স্টিলের পাইপ, পাঁচটি লোহার রড, ১২টি বাঁশের লাঠি ছিল।

পরে ওই ঘটনায় সালথা থানার উপ-পরিদর্শক (এসআই) আওলাদ হোসেন বাদী হয়ে ঘটনার পরদিন ০২ ডিসেম্বর ২৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৪০-৫০ জনের নামে বিস্ফোরণ দ্রব্য আইনে একটি মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, জানুয়ারি ২৪, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।