ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ সমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
টাঙ্গাইলে বিএনপির বিক্ষোভ সমাবেশ

টাঙ্গাইল: বিদ্যুতের দাম কমানোসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ-সমাবেশ করেছে টাঙ্গাইল সদর উপজেলা ও শহর বিএনপি।  

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৬ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে সদর উপজেলা ও শহর বিএনপির আয়োজনে শহরের শান্তিকুঞ্জ এলাকায় বিক্ষোভ মিছিল বের হয়।

মিছিল শেষে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ফরহাদ ইকবাল, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রৌফ, শহর বিএনপির সভাপতি হাসান আলিম, সাধারণ সম্পাদক এজাজুল হক সবুজ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৩০৮ ঘণ্টা, জানুয়ারি ১৬, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।