ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

রাজনীতি

কিশোরগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতা হৃদয় আর নেই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৫ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
কিশোরগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতা হৃদয় আর নেই

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের স্বেচ্ছাসেবক লীগ নেতা সাজ্জাদ হোসেন হৃদয় (৩২) মারা গেছেন(ইন্নালিল্লাহি...রাজিউন)।  

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টার দিকে ঢাকা নিউরোসায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

 

এর আগে, বুধবার (১১ জানুয়ারি) রাতে স্ট্রোকে আক্রান্ত হলে তাকে চিকিৎসার জন্য ঢাকার ওই হাসপাতালে নেওয়া হয়।  

সাজ্জাদ কিশোরগঞ্জ সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি অনলাইন মিডিয়াসহ সোশ্যাল মিডিয়ায় লেখালেখিতে সক্রিয় ছিলেন।  

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়ে ও আত্মীয়-স্বজনসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।  

তার অকাল মৃত্যুতে স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ নানা শ্রেণী-পেশার মানুষ শোক প্রকাশ করেছেন।  

বাংলাদেশ সময়: ২২১০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।