ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিজয়নগরে জাতীয়তাবাদী সমমনা জোটের গণ-অবস্থান

স্পেশাল করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৯ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
বিজয়নগরে জাতীয়তাবাদী সমমনা জোটের গণ-অবস্থান

ঢাকা: যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে রাজধানীর বিজয়নগরে আল রাজি কমপ্লেক্সের সামনে ফুটপাতে গণ-অবস্থান করেন জাতীয়তাবাদী সমমনা জোটের নেতাকর্মীরা।  

বুধবার (১১ জানুয়ারি) বেলা ১১টায় নেতাকর্মীরা প্ল্যাকার্ড ও ব্যানার নিয়ে গণ-অবস্থানে জমায়েত হন।

তারা দুইটা পর্যন্ত অবস্থান করেন।

এই জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন জাগপার খন্দকার লুৎফর রহমান, এসএম শাহাদাত, ডিএলের সাইফুদ্দিন আহমেদ মনি, ন্যাপ-ভাসানীর অ্যাডভোকেট আজহারুল ইসলাম, এনপিপির মোস্তাফিজুর রহমান মোস্তফা, ফরিদ উদ্দিন, বিকল্পধারা বাংলাদেশের অধ্যাপক ড. নুরুল আমিন বেপারী, শাহ আহমেদ বাদল, গণদলের এ টি এম গোলাম মাওলা চৌধুরী, সাম্যবাদী দলের কমরেড নুরুল ইসলাম, বাংলাদেশ ন্যাপের এম এন শাওন সাদেকী ও ইঞ্জিনিয়ার আবদুল বারিক যুব জাগপার সভাপতি মীর আমির হোসেন আমু সহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। গণ-অবস্থানে বিভিন্ন স্লোগান ও প্রতিবাদী সংগীত পরিবেশন করা হয়।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২৩
এমএইচ/এসএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।