ঢাকা, রবিবার, ১৭ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৯ জমাদিউল আউয়াল ১৪৪৬

রাজনীতি

বিএনপির অবস্থান কর্মসূচির সময় পরিবর্তন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৯ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২৩
বিএনপির অবস্থান কর্মসূচির সময় পরিবর্তন

ঢাকা: সরকার পতনের যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আগামী ১১ জানুয়ারি রাজধানীসহ সারা দেশের বিভাগীয় শহরে গণঅবস্থান কর্মসূচি পালন করবে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলো।

গত ৩০ ডিসেম্বর গণমিছিল পূর্ব সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন।

তিনি জানিয়েছিলেন, ১১ জানুয়ারি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ১০ দফা দাবি আদায়ে গণঅবস্থান করবেন দলের নেতাকর্মীরা।

তবে পূর্বঘোষিত ওই কর্মসূচির সময়ে কিছুটা পরিবর্তন আনা হয়েছে। সকাল ১০টার পরিবর্তে ১১টায় গণঅবস্থান শুরু হবে এবং শেষ হবে ২টার পরিবর্তে বেলা ৩টায়।

রোববার (০৮ জানুয়ারি) বিএনপির ভারপ্রাপ্ত দফতর সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২৩
এমএইচ/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।