ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

রাজনীতি

আ.লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন ফরিদপুরের বিপুল ঘোষ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪৭ ঘণ্টা, জানুয়ারি ২, ২০২৩
আ.লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হলেন ফরিদপুরের বিপুল ঘোষ বিপুল ঘোষ

ফরিদপুর: ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও চারবারের কেন্দ্রীয় কমিটির সদস্য বিপুল ঘোষকে কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত করা হয়েছে।  

রোববার (০১ জানুয়ারি) টিভির পর্দায় এই ঘোষণা দেখে দলে দলে ফরিদপুরের বিপুল ঘোষের বাসায় আসতে থাকে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা।

এ সময় নেতাকর্মীরা ফুলের তোরা দিয়ে অভিবাদন জানান তাঁকে।  

এদিকে বিপুল ঘোষকে কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য নির্বাচিত করায় ফরিদপুর এখন আনন্দের জোয়ারে ভাসছে। এতে আওয়ামী লীগের তৃণমূলের নেতাকর্মীরা বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তাদের ভেতর অনেকটাই চাঙ্গা ভাব লক্ষ্য করা গেছে। তারা দলের সভানেত্রীর কাছে দলের পরীক্ষিত নেতাদের মূল্যায়নের দাবি পূরণ করায় সভানেত্রীর ভূয়সী প্রশংসা করেন। সভানেত্রী দলের এ ধারা অব্যাহত রাখবেন বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

উল্লেখ্য, নতুন চারজনসহ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্যদের নাম চূড়ান্ত করেছে দলটি। রোববার (১ জানুয়ারি) প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ নামের তালিকা প্রকাশ করা হয়।

নতুন কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে যারা দায়িত্ব পেয়েছেন, তারা হলেন- আবুল হাসনাত আবদুল্লাহ, নুরুল ইসলাম ঠাণ্ডু, বিপুল ঘোষ, দীপংকর তালুকদার, আমিনুল আলম মিলন, আখতার জাহান, ডা. মুশফিক হোসেন চৌধুরী, মেরিনা জামান কবিতা, পারভীন জামান কল্পনা, অ্যাডভোকেট সফুরা বেগম রুমি, অধ্যাপক মো. আলী আরাফাত, তারানা হালিম, সানজিদা খানম, হোসনে আরা লুৎফা ডালিয়া, আনোয়ার হোসেন, আনিসুর রহমান, শাহাবুদ্দিন ফরাজি, ইকবাল হোসেন অপু, গোলাম রব্বানি চিনু, মারুফা আক্তার পপি, রেমন্ড আরেং, গ্লোরিয়া সরকার ঝর্ণা, সাঈদ খোকন, আজিজুর রহমান ডন, সাখাওয়াত হোসেন শফিক, নির্মল কুমার চ্যাট্টাজী ও তারিক সুজাত।
এদের মধ্যে গত কমিটির সাংগঠনিক সম্পাদকের পদ থেকে বাদ পড়া সাখাওয়াত হোসেন শফিক কার্যনির্বাহী সদস্য হয়েছেন।

এছাড়া অভিনেত্রী তারানা হালিম, সুচিন্তা ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত (মোহাম্মদ এ আরাফাত)।

২৪ ডিসেম্বর আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলনের মধ্য দিয়ে টানা দশমবারের মতো নতুন সভাপতি শেখ হাসিনা ও তৃতীয়বারের মতো ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ওইদিন ৮১ সদস্যের কমিটির মধ্যে ৪৮টি পদে মনোনীত নেতাদের নাম ঘোষণা করেন শেখ হাসিনা।

বাংলাদেশ সময়: ০৯৪৫ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।