ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

হাতীবান্ধায় জামায়াতের মিছিল, আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
হাতীবান্ধায় জামায়াতের মিছিল, আটক ৩ হাতীবান্ধা থানা: ফাইল ফটো

লালমনিরহাট: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্রশিবির ঝটিকা মিছিল থেকে তিনজনকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার দৈখাওয়া বাজারে মিছিল বের করে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্র শিবির।

পুলিশ ও স্থানীয়রা জানান, জামায়াতে ইসলামী বাংলাদেশের আমীর শফিকুল ইসলামসহ সব নেতাকর্মীদের মুক্তির দাবিতে একটি ঝটিকা মিছিল বের করে জামায়াতে ইসলামী বাংলাদেশ ও ইসলামী ছাত্রশিবির। হাতীবান্ধা উপজেলার দৈখাওয়া আদর্শ কলেজ থেকে মিছিলটি বের হয় দৈখাওয়া বাজারে প্রবেশ করলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধায় পণ্ড হয় তাদের মিছিল । তবে এ মিছিল থেকে জামায়াতের তিনজন নেতাকর্মীকে আটক করে পুলিশ। তবে আটকদের নাম তাৎক্ষণিক জানা যায়নি।

হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছলে তারা পালিয়ে যায়। এ সময় তিনজনকে আটক করা হয়। তবে তাদের নাম পরিচয় পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ