ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

রাজনীতি

কিশোরগঞ্জে বিএনপির গণমিছিল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
কিশোরগঞ্জে বিএনপির গণমিছিল 

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে পুলিশের বাধা উপেক্ষা করে গণমিছিল করেছে বিএনপির নেতাকর্মীরা।  

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে জেলা শহরের স্টেশন রোডে কেন্দ্রীয় বিএনপির সহ-সভাপতি আবদুল আওয়াল মিন্টুর নেতৃত্বে নেতাকর্মীরা গণমিছিলে অংশ নেন।

 

এসময় উপস্থিত থেকে গণমিছিলে অংশ নেন কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও ময়মনসিংহ বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক শরীফুল আলম, বিএনপির নির্বাহী কমিটির সদস্য শেখ মজিবুর রহমান ইকবাল, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, সাংগঠনিক সম্পাদক ইসরাইল মিয়া প্রমুখসহ হাজারো নেতাকর্মী।  

গণমিছিল থেকে সরকারের পদত্যাগ দাবি করে সরকারবিরোধী নানা স্লোগান দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ