ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

কবিতা

বনসাই জীবন | রেবেকা ইসলাম

কবিতা ~ শিল্প-সাহিত্য | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭১১ ঘণ্টা, জুলাই ৮, ২০১৭
বনসাই জীবন | রেবেকা ইসলাম বনসাই জীবন

বনসাই জীবন

তারপর এক এক করে কেটে গেলো
সুদীর্ঘ নয়টি জং ধরা বছর
সেই চিত্রনাট্য আর শেষ করা হলো না
আবদ্ধ হয়ে রইলো বাঁকাচোরা বাক্সে
সে কাহিনীর কবর রচিত হলো
ক্রিমসন দিনগুলো হয়ে গেলো ফ্যাকাশে
বর্ণহীন নগ্ন বিকেলে মন্থর বাতাস
অধরা সন্ধ্যায় ধুপের গন্ধ ভেসে আসে
হঠাৎ এক পরিযায়ী পাখির ঝাঁক উড়ে গেলো
সজোরে ডানা ঝাপটিয়ে একসাথে
একটা ধীরগতির পাখি দলছুট হয়ে
হতকচিত হয়ে হারিয়ে গেলো
অতঃপর হয়ত চলবে তার একাকী অভিযান
রাস্তার বাতিগুলো সারবেঁধে জ্বলে ওঠে
ধুপ করে নেমে আসে অন্ধকার
বর্ণহীন আরোপিত বনসাই জীবন
কষ্টিপাথর নৈবেদ্য রাতের শুরু।

বাংলাদেশ সময়: ১২৫৯ ঘণ্টা, জুলাই ০৮, ২০১৭
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ