ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

কবিতা

ভালোবাসা নেই ভালো | হাসানাত লোকমান

... | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬
ভালোবাসা নেই ভালো | হাসানাত লোকমান

তুই কি হবি বুকের ভাটায় বিরহে পোড়া মাটি!
তুই কি হবি সবুজ ছায়ায় শান্ত শীতলপাটি!
তুই কি হবি আমার চোখে মেঘের অশ্রকণা!
তুই কি হবি বিষের ছোবল ভয়াল সাপের ফণা!
তুই কি হবি আমার বনে আমের মরা মুকুল!
তোর তরঙ্গ ভাসায় কেবল হৃদয় নদীর কূল!
পাই না কোথাও সুখ!
তোর প্রেমের সুতায় করবি সেলাই আমার ছেঁড়া বুক!
তুই কি করবি প্রাণের সাথে হোদায়বিয়ার সন্ধি!
তুই কি হবি স্বপ্ন-পাখি হৃদয় খাঁচায় বন্দি!
তুই তো আমার বকুল বিষাদ নিষাদ নদীর আলো!
তোর আগুনে ফাগুনে আজ
ভালোবাসা নেই ভালো!

বাংলাদেশ সময়: ১৬৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০১৬

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কবিতা এর সর্বশেষ