ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

অন্যান্য দল

‘স্যার ফজলে হাসান আবেদের অবদান নজিরবিহীন’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৫ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
‘স্যার ফজলে হাসান আবেদের অবদান নজিরবিহীন’

ঢাকা: যুদ্ধ বিধস্ত দেশ গড়ার কাজ এবং গরিব মানুষের ভাগ্যোন্নয়নে স্যার ফজল হাসান আবেদের অবদান নজিরবিহীন বলে মন্তব্য করেছেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন।

রোববার (২২ ডিসেম্বর) দুপুর পৌনে ২টায় বনানী কবরস্থানের ভেতরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন ড. কামাল।

তিনি বলেন, এরকম লোক আমরা আর পাবো না।

যুদ্ধের পরে গরিব মানুষের জন্য তিনি যে কাজ করছেন তা চিরস্মরণীয় ও নজিরবিহীন। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বহু দেশে দারিদ্র্য বিমোচনে কাজ করেছেন, সবাই অন্তর থেকে তাকে স্মরণ করবে।

তিনি আরও বলেন, এরকম মানুষ আমরা আর কোথায় পাবো? তার প্রাতিষ্ঠানিক কাজকে রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া উচিত।

বনানী কবরস্থানে অনেকটা মনভাঙা অবস্থায় বহুসময় ধরে বসেছিলেন ড. কামাল হোসেন।

** স্যার আবেদের কফিনে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর পক্ষে শ্রদ্ধা
** স্যার আবেদকে শ্রদ্ধা জানাতে আর্মি স্টেডিয়ামে জনতার ঢল
** মানবসেবার অনন্য দৃষ্টান্ত স্যার ফজলে হাসান আবেদ
** ‘স্যার আবেদ বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন’
** আবেদের জীবন থেকে তরুণদের শিক্ষা নেওয়ার পরামর্শ ইউনূসের
** স্যার ফজলে হাসান আবেদের শ্রদ্ধায় শোকবই
** ‘গরিব মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করে গেছেন স্যার আবেদ’
** স্যার আবেদের অবদান বিশ্ব স্মরণ রাখবে: ফখরুল
** চোখের জলে স্যার ফজলে হাসান আবেদকে বিদায়

বাংলাদেশ সময়: ১৫২৪ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৯
টিএম/এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

অন্যান্য দল এর সর্বশেষ