ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

মুক্তমত

দক্ষিণ কোরিয়ার দৃষ্টান্ত ও আমাদের উন্নয়ন

ড. ফজলে এলাহী মোহাম্মদ ফয়সাল | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৫ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০২৪
দক্ষিণ কোরিয়ার দৃষ্টান্ত ও আমাদের উন্নয়ন

বাংলাদেশের অর্থনীতি ক্রমান্বয়ে উন্নতির দিকে যাচ্ছে। গার্মেন্টসশিল্পের বিকাশ এবং প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সের ফলে উৎপাদন ও অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাচ্ছে এবং জীবনযাত্রার মান আাাগের তুলনায় বৃদ্ধি পেয়েছে।

১৯৭৫ সালে দেশের মাথাপিছু আয় মাত্র ২৭২ মার্কিন ডলার হলেও ২০২৩ সালে বাংলাদেশের মাথাপিছু আয় ছিল দুই হাজার ৬৫১ মার্কিন ডলার। ২০২৩ সালে প্রবাসীদের মাধ্যমে দেশে এসেছে ২১.৮২ বিলিয়ন মার্কিন ডলার এবং তৈরি পোশাক রপ্তানির মাধ্যমে অর্জিত হয়েছে ৪৬.৯৯ বিলিয়ন মার্কিন ডলার।

সন্দেহ নেই, আগের তুলনায় জীবনযাত্রার মানের উন্নয়ন ঘটেছে। তবে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২২ সালের সর্বশেষ তথ্য মতে, বাংলাদেশের ১৮.৭ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বসবাস করছে। এর মধ্যে অতিদারিদ্র্যসীমার নিচে বসবাস করছে ৫.৬ শতাংশ মানুষ। দেশে দরিদ্র মানুষের সংখ্যা প্রায় তিন কোটি ১৮ লাখ।
বিভিন্ন তথ্য ও উপাত্ত বিশ্লেষণ করলে ধারণা করা যায়, দেশে ১৫ থেকে ১৮ লাখ স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি অর্জনকারী শিক্ষিত বেকার রয়েছেন। শিক্ষিত অথবা স্বল্প শিক্ষিত বেকার সমস্যা দেশের একটি অন্যতম প্রধান সমস্যা। দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগ, প্রবাসীদের বিনিয়োগ অথবা বৈদেশিক বিনিয়োগ আমাদের জাতীয় উন্নয়নে একান্ত প্রয়োজন। প্রয়োজন উদ্যোক্তার সংখ্যা বৃদ্ধি হওয়া।
আমাদের দেশের দীর্ঘমেয়াদি লক্ষ্য, দীর্ঘমেয়াদি পরিকল্পনা, বিভিন্ন মন্ত্রণালয়ের সমন্বয় এবং দীর্ঘমেয়াদি লক্ষ্য অর্জনের জন্য স্বল্পমেয়াদি লক্ষ্য ও পরিকল্পনা প্রয়োজন। অর্থনৈতিক উন্নয়ন, উৎপাদন বৃদ্ধি, দরিদ্র জনগোষ্ঠীর উন্নয়ন, বেকার সমস্যা দূর করা এবং সর্বোপরি আর্থ-সামাজিক উন্নয়ন এবং জীবনযাত্রার মানের উন্নয়নের লক্ষ্যে দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ইত্যাদি দেশের কর্মপরিকল্পনা, কৌশল এবং সেসব দেশের উন্নয়নের জন্য মূল ফোকাসগুলো অত্যন্ত গুরুত্বসহ পর্যালোচনা করা প্রয়োজন। এসব দেশের কর্মকৌশল ও পরিকল্পনা এবং এর সফল বাস্তবায়নগুলো পর্যবেক্ষণ করলে আমরা বাংলাদেশের দীর্ঘমেয়াদি লক্ষ্য, পরিকল্পনা ও কৌশলগুলো ঠিক করতে পারি।

সম্প্রতি বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক-ইয়ং-সিক এবং দক্ষিণ কোরিয়ার দূতাবাসের কর্মকর্তা বিক জিন হি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে মাল্টিমিডিয়া প্রজেক্টরের মাধ্যমে দক্ষিণ কোরিয়ার ইতিহাস, উন্নয়ন, দরিদ্র দেশ থেকে ধনী ও শিল্পে উন্নত দেশ হওয়ার ক্ষেত্রে কৌশল, পরিকল্পনা ও বাস্তবায়ন সম্পর্কে আলোকপাত করেন। মানবসম্পদের উন্নয়ন, বিনিয়োগ ও উৎপাদন বৃদ্ধি এবং রপ্তানি বৃদ্ধির মাধ্যমে কিভাবে দক্ষিণ কোরিয়া একটি উন্নত ও ধনী রাষ্ট্র হিসেবে সফলতার সঙ্গে আত্মপ্রকাশ করেছে সে বিষয়গুলো উপস্থাপন করেন।

বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য দিকনির্দেশনা প্রদান করেন। প্রায় ৩০ মিনিটের আলোচনায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক-ইয়ং-সিক একটি দেশ কিভাবে উন্নত হতে পারে সেসব বিষয়ে আলোকপাত করেন। স্বল্প সময়ের আলোচনায় উন্নয়নের দিকনির্দেশনা, দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় লক্ষ্য ও লক্ষ্য অর্জনের কৌশলগুলো আমাদের জানালেন। রাষ্ট্রদূতের আলোচনায় ছিল আমাদের জন্য অনুধাবন ও উপলব্ধির বিষয় এবং রাষ্ট্রের দীর্ঘমেয়াদি লক্ষ্য ও লক্ষ্য অর্জনের কৌশল ও পরিকল্পনা সম্পর্কে দিকনির্দেশনা।
দক্ষিণ কোরিয়ার আয়তন এক লাখ ২৯৫ বর্গকিলোমিটার এবং জনসংখ্যা প্রায় পাঁচ কোটি ১৬ লাখ। ১৯১০ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত দেশটি জাপান কর্তৃক নিয়ন্ত্রিত ছিল। পরবর্তী সময়ে কোরিয়া উত্তর কোরিয়া ও দক্ষিণ কোরিয়া নামক দুটি পৃথক রাষ্ট্রে বিভক্ত হয়েছে। ১৯৫০ থেকে ১৯৫৩ সাল পর্যন্ত দক্ষিণ কোরিয়া ‘কোরিয়ান যুদ্ধে’ লিপ্ত ছিল। ১৯৫০ সালে দক্ষিণ কোরিয়ার মাথাপিছু আয় ছিল মাত্র ২৯০ মার্কিন ডলার, যা বর্তমানে ৩৪ হাজার ১২১ মার্কিন ডলার। ১৯৭৫ সালে দক্ষিণ কোরিয়া ও বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ ছিল যথাক্রমে ৪.৯৩ বিলিয়ন ডলার ও ০.৫৬ বিলিয়ন ডলার। ২০২৩ সালে বাংলাদেশের মোট রপ্তানির পরিমাণ ছিল ৫৫.৭৯ বিলিয়ন মার্কিন ডলার এবং দক্ষিণ কোরিয়ার মোট রপ্তানির পরিমাণ ছিল ৬৩২.২৩ বিলিয়ন ডলার। ২০২৩ সালে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ায় প্রাপ্ত বৈদেশিক বিনিয়োগের পরিমাণ ছিল যথাক্রমে ৩.৪৮ বিলিয়ন ডলার ও ২৫.০৪ বিলিয়ন ডলার। ১৯৭৫ সালে বাংলাদেশ ও দক্ষিণ কোরিয়ার মোট উৎপাদন প্রায় কাছাকাছি থাকলেও ২০২২ সালে বাংলাদেশের জিডিপি ছিল ৪৬০.২ বিলিয়ন মার্কিন ডলার এবং দক্ষিণ কোরিয়ার জিডিপি ছিল এক লাখ ৬৬৫ হাজার ২৫ বিলিয়ন মার্কিন ডলার। বিনিয়োগের মাধ্যমে শিল্প-কারখানা গড়ে তোলা, রপ্তানি বৃদ্ধি, কেমিক্যাল ও ইলেকট্রনিকস এবং ইলেকট্রিক্যাল শিল্পের উন্নয়ন, অর্থনৈতিক ও রাজনৈতিক স্থিতিশীলতা, উদার বাণিজ্য নীতি ইত্যাদির কারণে দক্ষিণ কোরিয়া বিরাট সাফল্য অর্জন করেছে। দক্ষিণ কোরিয়ার রপ্তানি করা দ্রব্যগুলোর মধ্যে ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক পণ্য, যন্ত্রপাতি, বয়লার, গাড়ি, প্লাস্টিক ইত্যাদি প্রধান। দক্ষিণ কোরিয়া পারমাণবিক চুল্লি উৎপাদন করে প্রধানত ইতালিতে রপ্তানি করে। এ ছাড়া রপ্তানি বৃদ্ধির জন্য পরিকল্পনা ও কৌশল প্রণয়ন, বৈদেশিক ঋণের মাধ্যমে বেসরকারি খাতে বিনিয়োগ, সরকারি বিভিন্ন উন্নয়নমুখী পদক্ষেপ দেশটির উন্নয়নে অবদান রেখেছে। মানবসম্পদ উন্নয়নে দেশটি একসময়ে শিল্প খাতে প্রচুর বিনিয়োগ করেছে। প্রাথমিক পর্যায়ে দক্ষিণ কোরিয়ার জাহাজ নির্মাণ শিল্প বিকাশ লাভ করেছিল। ১৯৭০ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত প্রায় ২৫ লাখ দক্ষিণ কোরীয় নাগরিক মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে গিয়েছিলেন। দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠানগুলো খনি আহরণ ও নির্মাণশিল্পে উন্নতি করেছিল।

দক্ষিণ কোরিয়ার উন্নয়নের পেছনে শিক্ষিত ও দক্ষ জনশক্তি, দেশীয় উদ্যোক্তা ও বৈদেশিক বিনিয়োগকারীদের বিভিন্ন শিল্পে প্রচুর বিনিয়োগের মাধ্যমে রপ্তানি বৃদ্ধি, সরকারের কার্যকর দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও পদক্ষেপ, উচ্চশিক্ষিত মেধাবী প্রবাসীদের প্রচুর অর্থনৈতিক ও অন্যান্য সুবিধা প্রদানের মাধ্যমে দেশে ফিরিয়ে আনা, মানসম্পন্ন গবেষণা ও শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা, সরকার ও জনগণের দেশীয় উন্নয়নের প্রবল স্পৃহা এবং কার্যকর পরিকল্পনা ও আন্তরিকতা অন্যতম। যেকোনো দেশের উন্নয়নে সে দেশের মেধাবীদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। দক্ষিণ কোরিয়া সে দেশের গবেষক, শিক্ষক, ডাক্তার ইত্যাদি মেধাবী প্রবাসী জনশক্তিকে দেশে ফিরিয়ে আনার জন্য বেতন বৃদ্ধি ও অন্যান্য সুযোগ-সুবিধা প্রদান করেছিল এবং পুনরায় ফিরে আসা মেধাবী জনবল সামাজিক মর্যাদায় দক্ষিণ কোরিয়ায় বসবাস করছে।

দক্ষিণ কোরিয়ার সাফল্য পর্যালোচনা করে আমরা অনুধাবন করতে পারি দেশের বেকার সমস্যা সমাধানে এবং আর্থ-সামাজিক উন্নয়নে বিনিয়োগ বৃদ্ধির বিকল্প নেই। বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির জন্য দেশের সব মহল থেকে সর্বাত্মক চেষ্টা করা প্রয়োজন। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা), বাংলাদেশ এক্সপোর্ট প্রসেসিং জোন অথরিটি (বেপজা), বাংলাদেশ ইকোনমিক জোন অথরিটি (বেজা), বাণিজ্য মন্ত্রণালয়ের সমন্বিত লক্ষ্য ও পরিকল্পনা প্রণয়ন প্রয়োজন এবং বিডা, বেপজা ও বেজার স্বতন্ত্র লক্ষ্য ও কর্মপরিকল্পনা প্রয়োজন। বিভিন্ন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিকে আরো কার্যকর ভূমিকা গ্রহণ করা প্রয়োজন। সম্ভাব্য খাতগুলো শনাক্ত করে বিদেশি বিনিয়োগকারী ও দেশীয় উদ্যোক্তাদের বিনিয়োগে আমন্ত্রণ জানানো দরকার।

দেশীয় বাজার শক্তিশালী করার জন্য এবং প্রতিষ্ঠানগুলোকে অধিক মুনাফা অর্জনের সুযোগ দেওয়ার লক্ষ্যে সাময়িক সময়ের জন্য হলেও কিছু ক্ষেত্রে কিছু পণ্যের আমদানি বন্ধ অথবা অধিক কর আরোপ করা প্রয়োজন। দেশীয় প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি পণ্যের গুণগত মান বৃদ্ধির জন্য এবং বৈশ্বিক বাজারে টিকে থেকে দেশীয় রপ্তানি বৃদ্ধির জন্য প্রয়োজন। রেডিমেড গার্মেন্টসের পণ্যগুলোর দেশীয় চাহিদা বৃদ্ধি করা প্রয়োজন। বাংলাদেশের রপ্তানি দ্রব্যগুলো পর্যালোচনা করলে দেখা যায় মোট রপ্তানি আয়ের ৮৫ শতাংশ এসে থাকে রেডিমেড গার্মেন্টস সেক্টরের মাধ্যমে। দেশে চামড়া ও চামড়াজাত দ্রব্য, ওষুধশিল্প, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিক দ্রব্য ইত্যাদিতে দেশীয় ও বিদেশি বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে উৎপাদন বৃদ্ধি করে রপ্তানি বৃদ্ধির সুযোগ রয়েছে। রেডিমেড গার্মেন্টস দ্রব্য রপ্তানির ৭৫ শতাংশ হচ্ছে সুতি কাপড়ে তৈরি দ্রব্য। সিনথেটিক গার্মেন্টসের দিকে মনোযোগ বৃদ্ধি করা প্রয়োজন। বৈশ্বিক বাজারে বাংলাদেশের পণ্যের মূল্যবৃদ্ধির জন্য দেশীয় শ্রমিকদের কর্মক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন। দেশে আইটি সেক্টরের বিরাট সুযোগ রয়েছে। বিভিন্ন দেশ; যেমন—মালয়েশিয়া, থাইল্যান্ড ইত্যাদি দেশ বিনিয়োগ বৃদ্ধির মাধ্যমে রপ্তানি বৃদ্ধি করে উন্নতি লাভ করছে।

বাংলাদেশের সার্বিক পরিস্থিতি বিশ্লেষণ করলে অনুধাবন করা যায়, সরকারসহ সব মহলের আন্তরিক চেষ্টা থাকলে এবং সম্ভাব্য দেশি, বিদেশি ও প্রবাসী বিনিয়োগকারীদের বিনিয়োগবান্ধব পরিবেশ দেওয়া গেলে এবং বিনিয়োগ বৃদ্ধিতে সব মহল থেকে সহায়তা করা হলে কেমিক্যাল খাত, ইলেকট্রনিক ও ইলেকট্রিক খাত, অটোমোবাইল খাত ইত্যাদিতে বৈদেশিক বিনিয়োগ বৃদ্ধির বিপুল সম্ভাবনা রয়েছে।

দেশে নতুন নতুন ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউশন তৈরি করা এবং মান বৃদ্ধি করা প্রয়োজন। ভোকেশনাল ও টেকনিক্যাল ইনস্টিটিউশন প্রতিষ্ঠা করা দরকার। দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ইত্যাদি দেশের কর্মপদ্ধতি পর্যালোচনা করে আমাদের দেশের প্রেক্ষাপটে বিনিয়োগ বৃদ্ধির জন্য দীর্ঘমেয়াদি সমন্বিত পরিকল্পনা ও বাস্তবায়ন একান্ত প্রয়োজন। তবে আমাদের দেশের জনগণ অনেক ক্ষেত্রে মানবিক গুণসম্পন্ন এবং অন্যের উপকারে নিবেদিতপ্রাণ। এটি আমাদের দেশের জনগণের একটি স্বতন্ত্র বৈশিষ্ট্য। বিষয়ভিত্তিক বিশ্লেষণের মাধ্যমে পরিকল্পনা ও কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে পারলে দারিদ্র্য বিমোচন, কর্মসংস্থান বৃদ্ধি, উৎপাদন ও রপ্তানি বৃদ্ধি এবং সর্বোপরি আর্থ-সামাজিক উন্নয়নে আমরাও আরো এগিয়ে যেতে পারব আশা করা যায়।

লেখক : অধ্যাপক, ব্যবসায় প্রশাসন বিভাগ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট

সৌজন্যে: কালের কণ্ঠ

বাংলাদেশ সময়: ১১০০ ঘণ্টা, নভেম্বর ২৫, ২০২৪
এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।