ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

অফবিট

৪ কেজির বাক্সে বিয়ের কার্ড!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২১
৪ কেজির বাক্সে বিয়ের কার্ড! বিয়ের কার্ড

বিয়ে নিয়ে অবিবাহিত তরুণ-তরুণীদের জল্পনা-কল্পনার অন্ত নেই। তেমনি সন্তানের বিয়ে ধুমধাম করে দেওয়ার বাসনা প্রত্যেক বাবা-মায়েরই থাকে।

আর কিছু না হোক, বিয়ে যেন অতিথিদের স্মৃতিতে থাকে! এই প্রবল বাসনা থেকে গুজরাতের এক ব্যবসায়ী যা করলেন, তা জানলে যেকোনও মানুষেরই চক্ষু চড়কগাছ হবে।

পরিজন, বন্ধুবান্ধবদের বাড়িতে ছেলের বিয়ের নিমন্ত্রণপত্র চার কেজি ২৮০ গ্রাম ওজনের একটা বাক্সে পাঠালেন গুজরাতি ব্যবসায়ী মওলেশভাই উকানি।
চলতি বছরের ১৪ নভেম্বর তার ছেলে জয় উকানির সঙ্গে সোনালবেন উকানির বিয়ে ছিল। বিয়ে মিটে গেলেও আজও নিমন্ত্রিত অতিথিদের আলোচনার বিষয়বস্তু ওই গোলাপি বাক্সে ভরা নিমন্ত্রণপত্র। সূত্র: আনন্দবাজার পত্রিকা

কী নেই ওতে! বাক্সটি খুললেই দেখা যাবে ওটার মধ্যে আরও চারটি ছোট ছোট বাক্স। তাতে রয়েছে কাজুবাদাম, কাঠবাদাম, কিসমিস আর চকলেট। আর সঙ্গে রয়েছে সাত পাতার বিয়ের কার্ড। আর এই বাক্স এক একটির দাম সাত হাজার টাকা।

আর শুধু বিয়ের কার্ডই নয়, বিয়ের অনুষ্ঠান হয়েছে উমেদ ভবন প্যালেসে। যা কিনা ভারতের সব চেয়ে ব্যয়বহুল হোটেলগুলির একটি।  

ওই হোটেলে প্রতি রাতের জন্য খরচ হয় ২-৩ লাখ টাকা। যেখানে খাবারের প্লেট প্রতি খরচ ১৮ হাজার টাকা! 

বাংলাদেশ সময়: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।