ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অফবিট

উড়ন্ত ড্রোন গিলে ফেললো কুমির!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২১
উড়ন্ত ড্রোন গিলে ফেললো কুমির!

কুমিরের বিশাল হাঁ করা মুখের কোলাজ একটি ফটো তোলার জন্য জলাভূমিতে ড্রোন উড়াচ্ছিলেন পর্যটনপ্রেমীরা। এসময় হঠাৎ মাথা উঁচিয়ে ক্ষিপ্ত গতিতে বিশাল হাঁ করে উড়ন্ত ড্রোনটি গিলে ফেললো কুমিরটি! 

কৌতূহলে কিংবা না বুঝে ড্রোনটি গিলে নিয়েছে কুমিরটি।

হয়তো খাবার ভেবে গিলেছে, কিন্তু ড্রোন গেলার পর মহাবিপদে পড়েছে কুমিরটি।

সম্প্রতি এমন একটি ঘটনার ভিডিও ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।

বুধবার (১ সেপ্টেম্বর) টুইটারে ভিডিওটি শেয়ার করেন ড্রোন কোম্পানি থ্রিডিআরের প্রতিষ্ঠাতা ও সাবেক সিইও ক্রিস অ্যান্ডারসন।

গুগল এবং এর মূল প্রতিষ্ঠান অ্যালফাবেটের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই ওই ভিডিওটি রিটুইট করলে তা ভাইরাল হয়।

ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, একটা জলাভূমিতে কুমিরের মাথায় ওপর দিয়ে উড়ছে ছোট একটি ড্রোন। কুমিরটি হঠাৎ মাথা উঁচিয়ে ড্রোনটি গিলে ফেলে।  

ধারণা করা হচ্ছে, কুমিরের পেটে গিয়েই ড্রোনটি বিস্ফোরিত হয়েছে। কারণ ভিডিওতে কুমিরের মুখ থেকে ধোঁয়া বেরোতে দেখা গেছে।

ড্রোনের অপারেটর জানিয়েছেন, তিনি সেটি দিয়ে কাছ থেকে কুমিরের ছবি তোলার চেষ্টা করছিলেন। তার ধারণা ছিল, সেন্সরগুলোর সাহায্যে ড্রোনটি কুমিরের কাছ থেকে নিরাপদ দূরত্বেই থাকবে। কিন্তু ড্রোনটি দ্বিতীয়বার ব্যবহার করতে গিয়েই এই বিপত্তি ঘটে। তবে শেষ পর্যন্ত ওই কুমিরটির কী হয়েছে তা জানা যায়নি।

এদিকে ভিডিওটি দেখে কোনো প্রাণীর আশেপাশে ড্রোন ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা আরও কঠোর করার আহ্বান জানিয়েছেন কেউ কেউ।  

এ ঘটনাটিকে অনেকে দুঃখজনক বলেও মন্তব্য করেছেন।

বাংলাদেশ সময়: ১২৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।