ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অফবিট

করোনার মধ্যে বিমান ভাড়া করে আকাশে বিয়ে 

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০২ ঘণ্টা, মে ২৪, ২০২১
করোনার মধ্যে বিমান ভাড়া করে আকাশে বিয়ে 

ভারতের তামিলনাড়ুর একটি বিয়ের অনুষ্ঠানের ছবি এবং ভিডিও ভাইরাল হয়েছে। অভিযোগ উঠেছে, লকডাউনের মধ্যে আইন অমান্য করে ওই বিমানে বিয়ের অনুষ্ঠান করা হয়েছে।

 

বার্তা সংস্থা এএনআইকে উদ্ধৃত করে এনডিটিভি এ খবর দিয়েছে।  

জানা গেছে, তামিলনাড়ুতে লকডাউন চলছে। এরইমধ্যে বিমান ভাড়া করে বর কনে আর আর তাদের আত্মীয়-স্বজনরা তাতে চেপে বসেন। মধ্যাকাশেই তারা সেরে ফেলেন বিয়ের অনুষ্ঠান।  

করোনা নিরাপত্তা বিষয়ক আইন লঙ্ঘন করে এমন বিয়ের অনুষ্ঠান করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। কর্তৃপক্ষ এরই মধ্যে তদন্ত শুরু করেছে। অবিযোগ প্রমাণিত হলে বর, কনে এবং তাদের পরিবারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।

ভিডিওতে দেখা যায়, কনেকে মঙ্গলসূত্র পরিয়ে দেওয়ার চেষ্টা করছেন বর। তাদের পিছনে এ সময় অনেক মানুষের জটলা। তাদের বেশির ভাগের মুখে কোনো মাস্ক নেই। পুরো ফ্লাইটে ছিল গাদাগাদি অবস্থা। আচরণবিধি ভঙ্গের দায়ে যারা অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করতে বলা হয়েছে বিমান সংস্থাকে।  

বাংলাদেশ সময়: ২২০০ ঘণ্টা, মে ২৪, ২০২১
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।