ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

অফবিট

জুতার দাম কোটি টাকা!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
জুতার দাম কোটি টাকা!

একজোড়া জুতার দাম কোটি টাকা হতে পারে? ভাবতে অবাক লাগলেও ঘটনা সত্যি। নিউ ইয়র্কের বিখ্যাত সোথেবি’স হাউজের নিলামে এক জোড়া বর্ণিল অ্যাডিডাস স্নিকার্সের মূল্য উঠেছে এক লাখ ২৬ হাজার ডলার।

বাংলাদেশি টাকায় এক কোটি ৬ লাখ ৬৮ হাজার।  

তবে এই জুতা জোড়া যিনি কিনেছেন তিনি পরিচয় গোপন রেখেছেন। আর ওই অর্থ দান করা হবে নিউ ইয়র্কের ব্রুকলিন জাদুঘরে।  

বিশ্ব রেকর্ড করা দামের এই জুতা চামড়ার তৈরি। জুতা জোড়ার ওপর মাইসেন চীনামাটি দিয়ে হাতে আঁকা সুন্দর ডিজাইন। উল্লেখ করার মতো বিষয় হলো এই জুতা জোড়ায় যে নিখুঁত ডিজাইন আঁকা হয়েছে, তা সম্পন্ন করতে কারখানার কর্মীদের এক বছরেরও বেশি সময় লেগেছে। তুলির আঁচড় দিতে লেগেছে আরও ৬ মাস।  

বিশ্ব খ্যাত নিলাম হাউজ সোথেবির মুখপাত্র অ্যাড্রিয়েনে দেজিসি গণমাধ্যমকে এ কথা জানিয়েছেন।  

এর আগেও নিলামে এভাবে উচ্চমূল্যে জুতা বিক্রি হয়েছে। স্পোর্টস সংস্থা নাইকের সহ-প্রতিষ্ঠানের হাতে তৈরি এক জোড়া জুত নিলামে বিক্রি হয় এক লাখ ৬২ হাজার পাঁচশো মার্কিন ডলারে। আমেরিকান বাস্কেটবল কিংবদন্তি মাইকেল জর্ডানের ‘এয়ার জর্ডান ওয়ান’ জুতা জোড়া বিক্রি হয় ৬ লাখ ১৫ হাজার মার্কিন ডলারে।  

বাংলাদেশ সময়: ১৭০০ ঘণ্টা, ডিসেম্বর ১৮, ২০২০
নিউজ ডেস্ক

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।