ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

অফবিট

মেষপালক করোনায় আক্রান্ত, আইসোলেশনে ৫০ ছাগল-ভেড়া!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৭ ঘণ্টা, জুলাই ১, ২০২০
মেষপালক করোনায় আক্রান্ত, আইসোলেশনে ৫০ ছাগল-ভেড়া!

করোনা ভাইরাস অত্যন্ত সংক্রামক রোগ হওয়ার কারণে সতর্কতাকে সুস্থ থাকার জন্য অন্যতম হাতিয়ার ভাবা হচ্ছে। ফলে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে আসা মানুষ তো বটেই, আইসোলেশনে রাখা হচ্ছে পশু-প্রাণিকেও। এমনই একটি ঘটনা ঘটেছে ভারতে। যেখানে মেষপালক করোনা পাজিটিভ হিসেবে শনাক্ত হওয়ার পর ৫০টি ছাগল ও ভেড়াকে রাখা হয়েছে আইসোলেশনে।

দ্য হিন্দুর এক প্রতিবেদন থেকে জানা যায়, ভারতের কর্নাটকের তুমাকুরু জেলার গোদেকেরে গ্রামে এ ঘটনা ঘটে।

কিছু ছাগল ও ভেড়ার শ্বাসকষ্ট হচ্ছে এমন সন্দেহে স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েন।

পরে তারা স্থানীয় পশুপালন দপ্তরের কর্মকর্তাদের জানান। পরে দেখা যায় এ ছাগল ও ভেড়াগুলোকে যে দেখভাল করেন শ্বাসকষ্ট হচ্ছে তারও। নমুনা পরীক্ষার পর জানা যায় ওই মেষপালক করোনায় আক্রান্ত।

এরপর মেষপালককে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। আর ৫০ ছাগল ও ভেড়াকে আইসোলেশনে রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৭ ঘণ্টা, জুলাই ০১, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।