ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

অফবিট

বুথ থেকে বেরোতে চোরের কাণ্ড!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৯
বুথ থেকে বেরোতে চোরের কাণ্ড! বুথ থেকে বেরোতে চোরের কাণ্ড

একটি এটিএম বুথে টাকা চুরি করতে ঢোকেন অজ্ঞাতপরিচয় এক চোর। চুরি করার সময় বুথে থাকা অ্যালার্ম হঠাৎ বেজে ওঠে! এতে চোরটি ঘাবড়ে যান। তড়িঘড়ি করে চুরি করা বন্ধ রেখে বেরোনোর জন্য মরিয়া হয়ে ওঠেন তিনি।

নিজেকে বাঁচাতে বেরোনোর জন্য চোরটি যা করছিলেন সেই বুথের সিসিটিভি ফুটেজের ভিডিওটি এখন সামাজিকমাধ্যমে ভাইরাল হয়ে গেছে।

ঘটনাটি ঘটেছে সম্প্রতি চীনের শ্যানডং শহরের একটি এটিএম বুথে।

ফুটেজের ভিডিওটিতে দেখাচ্ছে, বুথের ঢোকার পর দরজা বন্ধ করলেন ওই চোর। বুথ থেকে টাকা উত্তোলনের জন্য প্রস্তুতি নিতেই হঠাৎ বেজে ওঠে অ্যালার্মের আওয়াজ। তা শুনে চোরটি ঘাবড়ে যান। তড়িঘড়ি করে দরজা খোলার চেষ্টা করেন তিনি। কিন্তু কিছুতেই চোরটি দরজাটি খুলতে পারছিলেন না। একপর্যায় বুথে থাকা ধাতুর ট্রে দিয়ে দরজায় সজোরে কয়েকবার ধাক্কা মারলেন।

জানা গেছে, এত চেষ্টা করেও চোরটি ব্যর্থ হয়েছিলো দরজা ভাঙতে। আর বার বার বেজে ওঠেছিলো বুথের অ্যালার্ম। শেষ পর্যন্ত কোনোমতে দরজা ভেঙে চম্পট দিতেই পুলিশের হাতে ধরা পড়তে হয়েছে তাকে।

এ ঘটনা অবশ্য প্রথমবার নয়। এর আগেও সেপ্টেম্বরে এক চোরের চুরি করতে এসে চরম বিড়ম্বনায় পড়ার ঘটনা ভাইরাল হয়ে যায়।

বাংলাদেশ সময়: ২১৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৯
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।