ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অফবিট

টাটা ন্যানোকে ‘হেলিকপ্টার’ বানিয়ে স্বপ্নপূরণ!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
টাটা ন্যানোকে ‘হেলিকপ্টার’ বানিয়ে স্বপ্নপূরণ! মিথিলেশের ‘হেলিকপ্টার কার’। ছবি: সংগৃহীত

ঢাকা: ছোটবেলা থেকেই স্বপ্ন ছিল নিজে নিজে হেলিকপ্টার বানিয়ে আকাশে ওড়ার। কিন্তু, সাধ থাকলেও সাধ্য হয়নি। তাই বলে হাল ছেড়ে দেওয়ার পাত্র নন মিথিলেশ। নিজের টাটা ন্যানো গাড়ির নকশা বদলে হেলিকপ্টারের রূপ দিয়েছেন তিনি। এটি আসল হেলিকপ্টারের মতো উড়তে না পারলেও আপাতত দুধের সাধ ঘোলেই মেটাচ্ছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানায়, ২৪ বছর বয়সী মিথিলেশ প্রসাদ পাইপ ফিটিংয়ের কাজ করেন। বাড়ি বিহারের ছাপড়া এলাকায়।

 

তিনি আর তার ভাই মিলে গাড়িটির পেছনে অন্তত সাত লাখ রুপি খরচ করেছেন। এতে আসল হেলিকপ্টারের মতো পাখা, লেজ, লেজের পাখা লাগিয়েছেন। চারদিকে জুড়ে দিয়েছেন রংচঙা এলইডি লাইটও।  

ভারতের সবচেয়ে সস্তা গাড়ি হিসেবে পরিচিত টাটা ন্যানোকে হেলিকপ্টারের চেহারায় আনতে টানা সাত মাস খেটেছেন দুই ভাই।

মিথিলেশ জানান, ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল হেলিকপ্টার বানিয়ে তাতে চড়ার। কিন্তু, তার জন্ম কোনো ধনী পরিবারে নয়। পড়াশোনা করেছেন মাত্র দ্বাদশ শ্রেণি পর্যন্ত। একারণে স্বপ্নপূরণে টাটা ন্যানোকেই বেছে নিতে হয়েছে। এ ‘হেলিকপ্টার কার’-এ চড়েই আসল হেলিকপ্টারের সুখ খোঁজেন এ যুবক।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।