ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অফবিট

হৃদয়বিদারক!

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
হৃদয়বিদারক! ধ্বংসস্তূপে তিন বোন। ছবি: সংগৃহীত

ঢাকা: যে ঘরে কিছুক্ষণ আগেই হয়তো বাবা-মা’র সঙ্গে খেলছিল ছোট্ট শিশুগুলো, কে জানতো, মুহূর্তেই তা পরিণত হবে ধ্বংসস্তূপে, আর কেড়ে নেবে কাছের মানুষগুলোকে! এ দৃশ্যের বর্ণনা দেওয়া সত্যিই কঠিন, হৃদয়বিদারক। কিছুক্ষণ ছবির দিকে তাকিয়ে থাকলে চোখে আপনাআপনিই পানি চলে আসে! 

বোমার আঘাতে টুকরো টুকরো হয়ে যাওয়া বাড়ির ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে দুই শিশু, সম্পর্কে দুই বোন। এর মধ্যেই একজন এক হাত দিয়ে ধরে রেখেছে ছোট্ট আরেক বোনের জামার কোণা।

আর, তিন বোনের করুণ অবস্থা দেখে পেছনে কপাল চাপড়াচ্ছেন আরেক লোক।  

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে এ ছবিটি।

জানা যায়, মর্মান্তিক এ দৃশ্যটি যুদ্ধবিধ্বস্ত দেশ সিরিয়ার। গত বুধবার (২৪ জুলাই) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইলদিব প্রদেশের আরিহা শহরে বিমান হামলার কিছুক্ষণ পরই ছবিটি তোলেন স্থানীয় নিউজপোর্টাল এসওআই২৪’র ফটোগ্রাফার বাশার আল-শেখ। বিদ্রোহী-শাসিত অঞ্চলটিতে গত এপ্রিল থেকেই নিয়মিত হামলা চালাচ্ছে সিরীয় সরকার ও রাশিয়া জোট।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমসূত্রে জানা যায়, ছবির তিনটি মেয়ের মধ্যে একজন এরই মধ্যে মারা গেছে, বাকি দু’জনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।  

তাদের চিকিৎসা দেওয়া ডা. ইসমাইল বার্তাসংস্থা এএফপি’কে জানান, সবুজ পোশাক পরা ছোট বোনকে ধরে রাখা মেয়েটির নাম রিহাম আল আব্দুল্লাহ। পাঁচ বছর বয়সী মেয়েটি বোমা হামলার কিছুক্ষণ পরই মারা যায়।

ধ্বংসস্তূপে ঝুলে থাকা সাত মাস বয়সী ছোট মেয়েটির নাম তৌকা। বেশ কয়েকটি গুরুতর ক্ষত নিয়ে সে এখন আইসিইউতে জীবণ-মৃত্যুর সন্ধিক্ষণে। তাকে ২৪ ঘণ্টা কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস দেওয়া হচ্ছে।

ছবির তৃতীয় মেয়েটির নাম ডালিয়া। বুকে অস্ত্রোপচারের পর এখন তার অবস্থা কিছুটা স্থিতিশীল।

মোট ছয় বোন বাবা-মার সঙ্গে ওই বাড়িটিতে থাকতেন। বুধবারের (২৪ জুলাই) হামলায় রিহামের সঙ্গে তার মা ও আরেক বোনও প্রাণ হারিয়েছেন।

সিরিয়ায় আট বছর ধরে চলা গৃহযুদ্ধে অসংখ্য শিশু হতাহতের ঘটনাকে ‘দুঃস্বপ্ন’ বলে মন্তব্য করেছে সহযোগিতা সংস্থাগুলো।

আন্তর্জাতিক দাতব্য সংস্থা সেভ দ্য চিলড্রেন জানিয়েছে, গত চার সপ্তাহে ইদলিবে যে সংখ্যক শিশু নিহত হয়েছে তা, ওই অঞ্চলে এর আগের এক বছরে নিহতের সংখ্যার সমান।

২০১১ সালে শুরু হওয়া যুদ্ধে সিরিয়ায় এ পর্যন্ত অন্তত ৩ লাখ ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছেন, ঘরছাড়া হয়েছেন লাখ লাখ মানুষ।

বাংলাদেশ সময়: ১২২৫ ঘণ্টা, জুলাই ২৭, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।