ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অফবিট

বিশ্বের সবচেয়ে দুরূহ সড়কের রেকর্ড ‘হার্লেক স্ট্রিট’র 

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৫ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
বিশ্বের সবচেয়ে দুরূহ সড়কের রেকর্ড ‘হার্লেক স্ট্রিট’র  ঢালু সড়কেটিতে চলাচল বেশ কষ্টসাধ্য। ছবি: সংগৃহীত

ঢাকা: এতদিন ধরে বিশ্বের সবচেয়ে ঢালু সড়কের রেকর্ড ছিল নিউজিল্যান্ডের ডানেডিন শহরের বাল্ডউইন স্ট্রিটের দখলে। এবার সে খেতাব কেড়ে নিল উত্তর ওয়েলসের হার্লেক স্ট্রিট। 

সম্প্রতি হার্লেক শহরের ফোর্ড পেন লেক সড়ককে সবচেয়ে ঢালু বা কষ্টসাধ্য সড়কের স্বীকৃতি দিয়েছে গিনেজ ওয়ার্ল্ড রেকর্ড কর্তৃপক্ষ। এ সড়কটির ঢাল ৩৭ দশমিক ৪৫ শতাংশ, যেখানে বাল্ডউইন স্ট্রিটের ঢাল ৩৫ শতাংশ।

 

নতুন রেকর্ডের মালিক হয়ে বেশ উল্লসিত হার্লেকের বাসিন্দারা। তাদের এতদিনের কষ্ট(!) এবার বিশ্বব্যাপী স্বীকৃতি পেয়েছে।  

এ সড়ক দিয়ে চলাচল যে বেশ কষ্টসাধ্য, তা বলাই বাহুল্য। স্থানীয়দের বেশিরভাগই নিচের দিকে বসবাস করেন। তবে, ওষুধের দোকান ও ডাকঘরের অবস্থান একেবারে চূড়ায়।

গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের শর্ত অনুযায়ী, সড়কটিতে অবশ্যই জনগণের নিয়মিত যাতায়াত থাকতে হবে, কোনো অংশ পানিতে থাকা চলবে না, সড়কের পাশে বাড়িঘর থাকতে হবে। এসব শর্ত মেনে নানা হিসাব-নিকাশের পর অবশেষে বিশ্বের সবচেয়ে ঢালু সড়কের স্বীকৃতি পেল ফোর্ড পেন লেক।

এ ঘটনাকে ‘স্থানীয়দের ইচ্ছাশক্তির মূল্য পরিশোধ’ বলে অভিহিত করেছেন গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডের এডিটর ইন চিফ ক্রেইগ গ্লেনডে।

বাংলাদেশ সময়: ১২০৩ ঘণ্টা, জুলাই ১৬, ২০১৯
একে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।