ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অফবিট

৭০০০ কলার মোচায় তৈরি গণেশপ্রতিমা

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪২৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
৭০০০ কলার মোচায় তৈরি গণেশপ্রতিমা

গণেশ চতুর্থী উদযাপন উপলক্ষে ভারতের চেন্নাইতে প্রায় সাত হাজার কলার মোচা দিয়ে তৈরি করা হয়েছে বিশাল এক গণেশপ্রতিমা। পরিবেশবান্ধব থিমে নির্মিত এ প্রতিমার উচ্চতা প্রায় ১০ ফুট। আর তা নির্মাণে সময় লেগেছে ১০ দিন।

এই অনন্য প্রতিমা দেখতে ভিড় করেন অসংখ্য ভক্ত। অনেকে প্রতিমাটির সঙ্গে সেলফি তোলেন।

দেশটির বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসেন সাংবাদিকরাও।

গণেশ চতুর্থী বা গণেশোৎসব ভারতের সর্বত্র উদযাপিত হলেও মহারাষ্ট্রে বিশেষ আনুষ্ঠানিকতার সঙ্গে তা উদযাপন করা হয়। বেশিরভাগ ক্ষেত্রে কাদামাটি দিয়েই গণেশের প্রতিমা তৈরি করা হয়।

সম্প্রতি বেঙ্গালুরুতে গণেশপ্রতিমা তৈরি করা হয়েছে আখ দিয়ে। পূজা শেষে ওই আখগুলো জনসাধারণের মাঝে বিতরণ করা হয়।  

গণেশ চতুর্থী একটি বাৎসরিক পূজা-উৎসব যা হিন্দু দেবতা গণেশের জন্মোৎসব রূপে উদযাপিত হয়। বিশ্বাস করা হয়, এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্ত্যে অবতীর্ণ হন। এ বছরের উৎসব শুরু হয়েছে গত ১৩ সেপ্টেম্বর। ১০ দিন ধরে চলে তা।

বাংলাদেশ সময়: ০০২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৭, ২০১৮
এনএইচটি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।