ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অফবিট

ওজন কমিয়ে-ভেক পাল্টেও পার পেলেন না মাদকসম্রাট

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
ওজন কমিয়ে-ভেক পাল্টেও পার পেলেন না মাদকসম্রাট

পুলিশের চোখ ফাঁকি দিতে ভেক পাল্টালেও পার পাননি মেক্সিকোর এক মাদকসম্রাট। গ্যাস্টিক বাইপাস সার্জারির মাধ্যমে শরীরের ওজন ৩০ কেজি কমিয়ে এবং টাক মাথায় চুল প্রতিস্থাপন করেও রবার্তো মোয়াদো নামের ওই ওয়ান্টেড আসামী মেক্সিকো সিটির মাদকবিরোধী পুলিশের হাতে ধরা পড়ে যান।

দেশটির ন্যাশনাল সিকিউরিটি কমিশনার রেনাতো সালেস সংবাদ সম্মেলনে বলেন, পরিচয় লুকাতে এবং গ্রেফতার এড়াতে সার্জারির মাধ্যমে ভেক পাল্টে ফেলেছিলেন ৩৭ বছর বয়সী মোয়াদো। মাদক পাচার, চাঁদাবাজি, ছিনতাই, অপহরণ, অর্থ পাচার এবং একাধিক হত্যার অভিযোগে তাকে খুঁজে চলচ্ছিল পুলিশ।

কর্তৃপক্ষের মতে, মেক্সিকো সিটির সবচেয়ে বড় অপরাধী সংগঠন ‘তেপিতো ইউনিয়নের’ দলপতি এই মোয়াদো, যারসঙ্গে নতুন প্রজন্মের কার্টেল জালিস্কোর যোগসাজশ রয়েছে।

জানা যায়, গ্রেফতার এড়াতে নামকরা অপরাধীদের ভেক পাল্টানোর উদাহরণ এটিই প্রথম না। যুক্তরাষ্ট্রে মাদকের অন্যতম চোলাচালানকারী আমাদো কারিল্লো ১৯৯৭ সালে নিজের চেহারা পাল্টে ফেলার অপারেশন চলাকালে মৃত্যুবরণ করেন।

বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, আগস্ট ১১, ২০১৮
এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।