ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অফবিট

শেষ সময়ে লটারি টিকিট কিনে বাজিমাত!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৫ ঘণ্টা, জুলাই ১৮, ২০১৮
শেষ সময়ে লটারি টিকিট কিনে বাজিমাত! শেষ সময়ে লটারি টিকিট কিনে বাজিমাত!

একেই বলে ভাগ্য। লটারি বিক্রির শেষ সময়ে লাইনে দাঁড়ালেন অ্যারন ওয়ালশ। এদিকে ব্যস্ততাও রয়েছে তার। সামনে দাঁড়ানো নারী তাই সুযোগ দিলেন তাকে। আর এ লটারি টিকিট কিনেই বাজিমাত করলেন অ্যারন। পুরষ্কার হিসেবে পেলেন ১০ লাখ পাউন্ড। অ্যারন অবশ্য সেই নারীকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন।

ঘটনাটি ঘটেছে যুক্তরাজ্যের ওয়েকফিল্ডের ওসসেত শহরে।

লটারি বিজয়ী অ্যারন বলেন, আমি একদম শেষ মুহূর্তে জানতে পারি লটারির টিকিট বিক্রি হচ্ছে।

এরপর আমি টিকিট বিক্রির স্টলের দিকে রওয়ানা করি। তখন টিকিট বিক্রির আর অল্প কয়েক মিনিট বাকি। ..তিনি তার ভাগ্য সম্পর্কে বলেন, আমি তড়িঘড়ি করে টিকিট স্টলে যাই। এরপর আমার ব্যস্ততা দেখে সামনে দাঁড়ানো নারী জায়গা ছেড়ে দেন। দেখুন আমি কি ভাগ্যবান। সেই টিকিটেই আমি লটারি জিতে যাই।

তিনি বলেন, অন্য টিকিট ক্রেতারা তাকে জায়গা ছেড়ে না দিলে তিনি কখনোই লটারি জিততে পারতেন না।

বিশাল অঙ্কের টাকা পেয়ে হবু বউ কেরি হলের সঙ্গে অনেক পরিকল্পনাও করেছেন অ্যারন। তিনি বলেন, একটা বাড়ি ও গাড়ি কেনার ইচ্ছে আছে।

বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, জুলাই ১৯, ২০১৮
এএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।