ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অফবিট

চুরির পর ক্ষমা চেয়ে গহনা ফেরত দিল চোর!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪৩ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
চুরির পর ক্ষমা চেয়ে গহনা ফেরত দিল চোর! সোনার গহনা। ছবি: সংগৃহীত

বাড়ি ফাঁকা রেখে আত্মীয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে চলে যায় ভারতের একটি পরিবার। এই সুযোগে ফাঁকা বাড়ির পেছনের দরজা ভেঙে ঢুকে পড়ে এক চোর। আলমারির লকার ভেঙে আংটি, কানের দুল ও লকেট নিয়ে পালিয়ে যায় সে।

বিয়ের আনন্দ উপভোগ শেষে সদস্যরা ফিরে এসে বাড়ির জিনিসপত্র ছড়ানো ছিটানো দেখে বুঝতে পারেন যে তাদের বাড়িতে চুরি হয়েছে। বিষয়টি থানায় অবহিত করেন তারা।

সোনার গহনা চুরির দুই দিনের মাথায় অনুশোচনায় ভুগতে শুরু করে ওই চোর। পরে ক্ষমা চেয়ে একটি চিরকুট লিখে হাতিয়ে আনা গহনাগুলো ফেরত দিয়ে যান তিনি।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (১২ জুলাই) ভারতের কেরালা রাজ্যের আমবালাপুজহা এলাকায়।

চোর চিঠিতে লিখেছেন, ‘আমি দুঃখিত, আমাকে ক্ষমা করে দিন। দয়া করে পুলিশের কাছে অভিযোগ করবেন না। প্রচণ্ড সংকটে পড়ে আমি এই ভুলটি করেছিলাম’।

পুলিশ জানাচ্ছে, সোনার গহনা ফেরত দেওয়া ওই ব্যক্তির নামে কোনো মামলা নেওয়া হয়নি।

বাংলাদেশ সময়: ১১৪২ ঘণ্টা, জুলাই ১৪, ২০১৮
এএটি/এনএইচটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।