ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অফবিট

মারা গেছে বিশ্বের সবচেয়ে বয়সী সুমাত্রান ওরাংওটাং 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
মারা গেছে বিশ্বের সবচেয়ে বয়সী সুমাত্রান ওরাংওটাং  বিশ্বের প্রবীণতম সুমাত্রান ওরাংওটাংটি পুয়ান (সংগৃহীত ছবি)

বিশ্বের সবচেয়ে বয়সী সুমাত্রান ওরাংওটাংটি মারা গেছে। ‘পুয়ান’ নামের এ সুমাত্রান ওরাংওটাংটির বয়স হয়েছিল ৬২ বছর। 

সোমবার (১৮ জুন) অস্ট্রেলিয়ার পার্থ চিড়িয়াখানায় বার্ধক্যজনিত কারণে বিরল সুমাত্রান ওরাংওটাংটির মৃত্যু হয়েছে।

ওয়ার্ল্ড ওয়াইল্ড লাইফ ফান্ডের তথ্যানুসারে, বিশ্বে সর্বমোট ১৪ হাজার ৬শ’ সুমাত্রান ওরাংওটাং আছে।

১৯৬৮ সালে মালয়েশিয়া অস্ট্রেলিয়ার চিড়িয়াখানাকে পুয়ানকে উপহার দেয়। তখন থেকে এ চিড়িয়াখানায় বাস করছে সুমাত্রান ওরাংওটাংটি।  

২০১৬ সালে সুমাত্রান ওরাংওটাংটি বেশি বয়সী হিসেবে গিনেজ বুক ওয়ার্ল্ডে রেকর্ড করে।  

চিড়িয়াখানা কর্তৃপক্ষ জানায়, এ প্রজাতির ওরাংওটাং সাধারণত ৫০ বছর বয়স পর্যন্ত বাঁচে। ১৯৫৬ সালে ইন্দোনেশিয়ার সুমাত্রায় জন্মগ্রহণ করা ওরাংওটাংটির ১১টি বাচ্চা ও ৫৪টি বংশধর রয়েছে, যা সত্যি বিস্ময়কর। পুয়ান’র বংশধররা যুক্তরাষ্ট্র, ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে আছে।

চিড়িয়াখানাটির স্তন্যপায়ী প্রাণীদের রক্ষণাবেক্ষণকারী হলি থমসন বলেন, এই প্রজাতিটিকে টিকিয়ে রাখতে পুয়ানের অবদান অনেক।  

চিড়িয়াখানা কর্তৃপক্ষ আরও জানায়, পুয়ানের বেশ কিছু বংশধরকে সুমাত্রায় ছেড়ে দেওয়া হয়েছে।

পুয়ানের প্রধান দেখভালকারী তার মৃত্যুতে শোক জানিয়েছেন, যা মঙ্গলবার (১৯ জুন) ‘দ্য ওয়েস্ট অস্ট্রেলিয়ান’ নামে পত্রিকায় প্রকাশ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪১৩ ঘণ্টা, জুন ১৯, ২০১৮
এএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।