ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অফবিট

শেষ হলো কার্তিক নাচ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪২ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
শেষ হলো কার্তিক নাচ কার্তিক নাচ।

ঢাকা: কার্তিক নাচ উৎসবের যবনিকা নামলো কাঠমান্ডু উপত্যকার অন্যতম জেলা ললিতপুরের দুর্বার স্কয়ারে। প্রতি বছর ২৭ দিন ব্যাপী জনপ্রিয় নাচের এই আসর আয়োজন করা হলেও এবার মাত্র ১২ দিন বসে নাচের ভক্তিমূলক মজমা।

গত ২৪ অক্টোবর থেকে এই কার্তিক নাচ শুরু হয়। শনিবার (৪ নভেম্বর) কার্তিক পূর্ণিমায় নাচে নাচে ফুটিয়ে তোলা হয় কৃষ্ণের গল্প দধি লীলা।

তারপর শ্যামা পূজার মাধ্যমে ভুল ক্রুটির জন্য ক্ষমা প্রার্থনা করে আয়োজনের সমাপ্তি টানা হয়।

কার্তিক নাচ সংরক্ষণ কমিটির প্রেসিডেন্ট কিরণ চিত্রকর বলেন, এ নাচের সঙ্গে জড়িয়ে রয়েছে মিথাশ্রয়ী ‍অনেক গল্প। এই নাচ উৎসবের প্রথম দিন সুদামা পানথা ও দ্বিতীয় দিন বাথ পানথা নামে বিশেষ ধরনের নাচের আয়োজন থাকে।   তৃতীয় দিন ঊষা হরণ লীলা শুরু হয়ে চলে টানা পাঁচ দিন।
ঊষা হরণ লীলায় মূলত কৃষ্ণ ও ঊষার নাতি অনিরুদ্র’র প্রেম কাহিনী বর্ণিত।

এছাড়া জল সায়ান, বরাহ অবতার, নরসিংহ অবতার, বস্ত্র হরণ লীলাও পরিবেশিত হয় নাচে নাচে।

বিভিন্ন সম্প্রদায় ও গোষ্ঠীর মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে রাজা সিদ্দি নরসিংহ মাল্লা ১৬৪১ ‍সালে এ নাচ প্রবর্তন করেন। তারপর থেকে প্রায় ৩৭৬ বছর ধরে নেপালে এই নাচ আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, নভেম্বর ৫, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।