ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অফবিট

নেপালে চলছে কার্তিক নাচ উৎসব

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
নেপালে চলছে কার্তিক নাচ উৎসব কার্তিক নাচ

ঢাকা: কাঠমান্ডু উপত্যকার অন্যতম জেলা ললিতপুরের দুর্বার স্কয়ারে প্রতিদিনই জমছে কার্তিক নাচ। নেপালে প্রতিবছর ২৭ দিন ব্যাপী এতিহ্যবাহী এ নাচের আয়োজন করা হলেও চলতি বছর মাত্র ১২ দিন এ নাচের মজমা বসবে।

গত ২৪ অক্টোবর থেকে শুরু হওয়া কার্তিক নাচ শেষ হবে আগামী ৪ নভেম্বর।

কার্তিক নাচ সংরক্ষণ কমিটির প্রেসিডেন্ট কিরণ চিত্রকর বলেন, এ নাচের সঙ্গে জড়িয়ে রয়েছে মিথাশ্রয়ী ‍অনেক গল্প।

এই নাচ উৎসবের প্রথম দিন সুদামা পানথা ও দ্বিতীয় দিন বাথ পানথা নামে বিশেষ ধরনের নাচের আয়োজন থাকে।   তৃতীয় দিন ঊষা হরণ লীলা শুরু হয়ে চলে টানা পাঁচ দিন।

ঊষা হরণ লীলায় মূলত কৃষ্ণ ও ঊষার নাতি অনিরুদ্র’র প্রেম কাহিনী বর্ণিত।

বিভিন্ন সম্প্রদায় ও গোষ্ঠীর মধ্যে সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রাখার উদ্দেশ্যে রাজা সিদ্দি নরসিংহ মাল্লা ১৬৪১ ‍সালে এ নাচ প্রবর্তন করেন। তারপর থেকে প্রায় ৩৭৬ বছর ধরে নেপালে এই নাচ আয়োজন করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪০৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
জেডএম/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।