ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অফবিট

নারী রোবটের পুরুষ অভিভাবক!

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০১ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৭
নারী রোবটের পুরুষ অভিভাবক! নারী রোবটের পুরুষ অভিভাবক!

টানা টানা চোখ, লম্বা নাক, মশৃণ ত্বক হঠাৎ দেখে ভুল হয় নারী ভেবে। আসলে সে রোবট। সৌন্দর্য আর দক্ষতায় রোবট হয়েও প্রথম নারীর অধিকার ভোগ করছে সোফিয়া। 

সম্প্রতি সৌদি আরবের রিয়াদ নগরীতে এক অনুষ্ঠানে 'সোফিয়া' নামের নারী রোবটটি প্রদর্শন করা হয়। প্রদর্শনীতে উপস্থিত প্রতিনিধিরা সোফিয়াকে দেখে এতটাই মুগ্ধ হন যে সেখানে সাথে সাথেই এটিকে সৌদি নাগরিকত্ব দেওয়া হয়।

 

সৌদিতে পুরুষ অভিভাবকহীন নারী রোবটকে নাগরিকত্ব দেওয়া নিয়ে এখন চলছে তীব্র বিতর্ক। অনেকেই প্রশ্ন তুলছেন সৌদি নারীর চেয়েও রোবটটি বেশি অধিকার ভোগ করছে কিনা।

কারণ সৌদি রীতি অনুযায়ী কোনো নারীকে বাইরে যেতে হলে সঙ্গে অবশ্যই একজন পুরুষ অভিভাবক থাকতে হবে।

অনেকেই প্রশ্ন তোলেন, সোফিয়ার কোনো পুরুষ অভিভাবক নেই, সে আবায়া (বোরকা) পড়ে না, মাথায় কাপড় দেয় না। এটা কীভাবে সম্ভব?

হংকং এর একটি কোম্পানি 'হ্যান্সন রোবোটিক্স' সোফিয়া নামের রোবটটি তৈরি করেছে। 'সোফিয়া' ইংরেজিতে কথা বলে। তার পোশাকও সৌদি নারীদের মতো নয়।  

সোফিয়ার এই খবরটি সোশ্যাল মিডিয়ায় বেশ সাড়া ফেলেছে।  

বাংলাদেশ সময়: ০৫০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৭
এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।