ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অফবিট

৮১ বছর বয়সী ফ্যাশন মডেল!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
৮১ বছর বয়সী ফ্যাশন মডেল!

ফ্যাশন কেবল তরুণ-তরুণীদের বিষয় নয়। বয়স্করাও এখন পরিপাটি, ফ্যাশনদুরস্ত থাকতে চান। জীবনের প্রতি ভালোবাসা থেকেই জীবনকে উপভোগ করতে চান মানুষ। সেখানে বয়স বড় কোনো বিষয় নয়। মনে রঙ থাকলেই হয়।

ফ্যাশন কেবল তরুণ-তরুণীদের বিষয় নয়। বয়স্করাও এখন পরিপাটি, ফ্যাশনদুরস্ত থাকতে চান।

জীবনের প্রতি ভালোবাসা থেকেই জীবনকে উপভোগ করতে চান মানুষ। সেখানে বয়স বড় কোনো বিষয় নয়। মনে রঙ থাকলেই হয়।

তবে একথা অনস্বীকার্য যে, যারা তরুণ তারাই মূলত হালফ্যাশনে নিজেকে সাজাতে চান বেশি। যেকোনো পণ্য বা পোশাকের প্রচার ও বিক্রিবাট্টা বাড়ানোর জন্য চাই চোখ ধাঁধানো ফ্যাশন প্রদর্শনী। আর সেজন্য অপরিহার্য ফ্যাশন মডেলরা। তারা ক্যাটওয়াকে অংশ নিয়ে পণ্যটির জেল্লা তুলে ধরেন। বলা বাহুল্য, ফ্যাশন মডেলদের থাকতে হয় চমৎকার গায়ের গড়ন ও শৈল্পিক চলার ভঙ্গি ও লাস্যময়তা। সেজন্যই ফ্যাশন মডেল হিসেবে তরুণ-তরুণীদেরই কদর দুনিয়াজোড়া।
কিন্তু বাজার চলতি এই ধারণাকে ভুল প্রমাণ করেছেন এক চীনা বুড়ো। বয়স তার ৮১ বছর। এতো বেশি বয়স হলেও শরীরটা তার তারুণ্য আর লাবণ্যে ভরপুর, দারুণ শক্তপোক্তও। মার্শাল আর্টও জানেন। নানা শারীরিক কসরতও দেখাতে পারেন অবলীলায়।
 
ওয়াং দাশুন (Wang Deshun) নামের  বেইজিংয়ের বাসিন্দা এই অশীতিপর মডেলের ক্যাটওয়াক-প্রতিভার কথা তাই ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে।

দ্য মিরর (The Mirror) জানাচ্ছে, দাদা-পরদাদার বয়সী এই বুড়ো নাকি ‘world's sexiest grandad’ হিসেবে গণ্য হচ্ছেন।  
 
ওযাং দাশুন শুধু কি মডেল? নাহ, একই অঙ্গে তার অনেক রূপ! তিনি একজন উঁচুমানের অভিনেতাও বটে। সেইসঙ্গে যৌবন কিভাবে ধরে রাখা যায়, সে মন্ত্রও জানান লোকদের।

আর অবাক করা বিষয় হলো, অটুট স্বাস্থ্য ধরে রাখার জন্য দরকার যে ব্যায়াম-ট্যায়াম, সেসবও তিনি শুরু করেছেন অনেক দেরিতে। বয়স ৫০ পার হওয়ার পর তিনি জিমে যাওয়া শুরু করেন। তিনি মনেই করেন না যে, তাতে খুব বেশি দেরি হয়ে গেছে।
 
বিলেতের ‘দ্য টাইমস’(The Times) পত্রিকাকে তিনি এতো বেশি বয়সে ফ্যাশন মডেলিংয়ের মতো দুরূহ কাজে নিজের সফলতার পেছনের মন্ত্রটা বলেছেন, ‘তুমি নিজে ছাড়া তোমার সাফল্য কেউ ঠেকিয়ে রাখতে পারবে না’। জয়তু, ওয়াং দাশুন দাদা!  

বাংলাদেশ সময়: ১০০৭ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
জেএম/এএসআর  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।