ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অফবিট

একচক্ষু ছাগল!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, নভেম্বর ২২, ২০১৬
একচক্ষু ছাগল!

সাইক্লপস নামের এক দানবের কথা পাওয়া যায় হোমারের মহাকাব্য ইলিয়াড-অডিসিতে। দানবটির ছিল একটিমাত্র চোখ। ইউলিসিস বা অদিসিয়ুস যাকে কৌশলে...

সাইক্লপস নামের এক দানবের কথা পাওয়া যায় হোমারের মহাকাব্য ইলিয়াড-অডিসিতে। দানবটির ছিল একটিমাত্র চোখ।

ইউলিসিস বা অদিসিয়ুস যাকে কৌশলে হত্যা করেছিলেন।

এবার LiveLeak- এ এমনই এক অঙ্গ বিকৃত ছাগলের ভিডিও আপলোড করা হয়েছে। সাইক্লপসের মতো এটিরও রয়েছে একটিমাত্র চোখ। তাছাড়া ওর মুখটাও অপূর্ণাঙ্গ।

আপলোড করার পর পরই ভিডিওটি ভাইরাল হয়ে যায়। অদ্ভুত দর্শন ছাগলটির এই ভিডিও কমপক্ষে ৫০ হাজার লোক দেখেছেন।

ভিডিওতে দেখা যায়, ছাগলটিকে দেখার জন্য রীতিমতো লোকের ভিড় জমে গেছে। কিন্তু ভিডিওটি কোথায়, কোন দেশে তোলা হয়েছে, সেটা জানা সম্ভব হয়নি- ‘It is not clear where or when the video was shot’

ছাগলটির একটিই মাত্র চোখ আছে বলে DAILYSTAR.CO.UK তাদের সংবাদের শিরোনামে সাইক্লপসের প্রসঙ্গ উল্লেখ করেছে- ‘Cyclops that you? Video of goat born with mutated face goes viral’
CYCLOPS: The goat was born with one-eye
ভিডিওটি যারা দেখেছেন, তাদের একজন মন্তব্য করেছেন, ‘বেচারা ছাগল। আমার সন্দেহ হয় ও খেতে পারে কি-না। যদি সে সত্যি সত্যিই তা পারে, তাহলে মনে হয় ঠিকই আছে’।

আরেকজন লিখেছেন, ‘গত ৬০০ বছরে ওই গ্রামে এমন অদ্ভুত ঘটনা ঘটল। ছাগলের মালিক ও ছাগলটিকে ঘিরে তারা বার্ষিক ছুটিও ঘোষণা করেছেন। ওই লোকের ভাগ্যে অনেক বিবি জুটবে নিশ্চিত’।

বাংলাদেশ সময়: ০২০৩ ঘণ্টা, নভেম্বর ২৩, ২০১৬
জেএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।