ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অফবিট

রাস্তা মেরামতিতে টয়লেট পেপার!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৪ ঘণ্টা, নভেম্বর ১১, ২০১৬
রাস্তা মেরামতিতে টয়লেট পেপার!

নাহ, ভুল পড়েননি। রাস্তা মেরামতের কথা বললে সবার আগে আমাদের মনে আসে পাথর, ইট, বালু, সিমেন্ট আর বিটুমিনের কথা। সেটাই স্বাভাবিক।

ঢাকা: নাহ, ভুল পড়েননি। রাস্তা মেরামতের কথা বললে সবার আগে আমাদের মনে আসে পাথর, ইট, বালু, সিমেন্ট আর বিটুমিনের কথা।

সেটাই স্বাভাবিক।

কিন্তু জগতের সবকিছু তো আর আপনার আমার ধারণা অনুযায়ী চলে না।
 
যুক্তরাষ্ট্রের কলোরাডো অঙ্গরাজ্যে ভাঙ্গা ও এবড়ো তেবড়ো রাস্তা মেরামতে এবার সত্যিই ব্যবহার করা হলো টয়লেট পেপার।

ছবিতে দেখুন, ছবি দেখে আপনার মনে হতেই পারে যে পাড়ার বখাটে ছেলেরা বুঝি- দুষ্টুমি করে রাস্তার ওপর বিছিয়ে গেছে টয়লেট পেপার।

লিটলটন শহরের রাস্তা মেরামতে টয়লেট পেপার ব্যবহারের কাজটা করেছেন স্বয়ং নগরকর্মীরা।     
 
‘দ্য ডেনভ‍ার পোস্ট’ এক প্রতিবেদনে জানিয়েছে, শহরের ২০০টির বেশি রাস্তার মেরামতির কাজে তারা টয়লেট পেপার ব্যবহার করেছেন।

নতুন এই রাস্তা মেরামতির প্রযুক্তিটা তারা ব্যবহার করেছেন বেশ ভেবেচিন্তেই। রাস্তার ভাঙা অংশের ফাটল ঢাকতে বিটুমিন ও আল কাতরা প্রয়োগের পর টয়লেট পেপার বিছিয়ে দেন তারা।

তাতে টয়লেট পেপার বাড়তি বিটুমিন ও আলকাতরা শুষে নেয়। ফলে তা পথচারীদের জুতো বা টায়ারের সঙ্গে লেগে গিয়ে জুতো বা টায়ারের ক্ষতি করতে পারে না। তাছাড়া রাস্তাটি দ্রুততর সময়ে আবারও গাড়িঘোড়ার চলাচলের উপযোগী হয়ে ওঠে। রহস্যটা এখানেই।

এপির খবরের শিরোনাম: ‘কলোরাডো সিটি ইউজেস টয়লেট পেপার টু হেল্প রিপেয়ার ক্র্যাকড রোডস’।

বাংলাদেশ সময়: ০৩১৯ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৬
এমএ/জেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।