ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অফবিট

১১ ফুট লম্বা চুলের কেশবতী!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৫ ঘণ্টা, নভেম্বর ৮, ২০১৬
১১ ফুট লম্বা চুলের কেশবতী!

সুন্দরী হিসেবে এককালে কেশবতী নারীর কদর ছিল বেশ। প্রাচীন কাব্যে দীর্ঘ কেশের কতো না গুণকীর্তন ছড়িয়ে আছে।

 

একালেও লম্বা কেশের কদর একেবারে কমে গেছে বলা যাবে না। প্রাচ্যের দেশগুলোতে দীঘল কালো কেশ এখনো সৌন্দর্যের অপরিহার্য উপাদান বলে গণ্য হয়।  

তারই প্রমাণ মিললো চীনে। সেদেশের এক নারী গত ১৮ বছর ধরে কেশচর্চা করে ১১ ফুট দীর্ঘ মেঘ কালো কেশের অধিকারী হয়েছেন।  

গত ৩০ অক্টোবর চীনের শাংজি প্রদেশের একটি পার্কে হাজারো দর্শকের মুগ্ধ দৃষ্টির সামনে তিনি মেলে ধরলেন তার দীর্ঘ কেশের বাহার। ৬০ বছর বয়সী এ চীনা নারীর নামটি অবশ্য জানা যায়নি।  

ইউপিআই এ ব্যাপারে তাদের খবরের শিরোনাম করেছে-‘Chinese woman shows off 11-foot hair after growing it for 18 years’
 
তার ইচ্ছে, দীর্ঘতম কেশের জন্য একদিন গিনেস বুকে তার নাম উঠবে। কিন্তু স্বপ্ন পূরণ হওয়ার সম্ভাবনা আপাতত তার জন্য দূর অস্ত। কেননা, দীর্ঘতম কেশের অধিকারিনী হিসেবে এ মুহূর্তে গিনেস বুকে যার নামটি জ্বল জ্বল করছে, সেই শিয়ে কিউপিং (Xie Qiuping)- এর  কেশের দৈর্ঘ্য ১৮ ফুট ৫.৫৪ ইঞ্চি। তিনিও একজন চীনা।  

শিয়ে কিউপিংকে হারাতে হলে তাকে তার কেশের দৈর্ঘ্য আরও কয়েক ফুট বাড়াতে হবে। সে সময় তিনি পাবেন কি-না তা সময়ই বলে দেবে। কেননা, বয়স তার ৬০ বছর! দেখা যাক ততোদিন তিনি আয়ু পান কি-না।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০১৬
জেএম/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।