ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অফবিট

মৃত সন্তানের মাংস খায় বন্য শিম্পাঞ্জি!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, নভেম্বর ২, ২০১৬
মৃত সন্তানের মাংস খায় বন্য শিম্পাঞ্জি!

দুই বন্য শিম্পাঞ্জি মাকে তাদের নিজের মৃত সন্তানদের চিবিয়ে খেতে দেখা গেছে, প্রাণীজগতে এমন আচরণ অত্যন্ত বিরল বলে ধারণা করা হচ্ছে।

কঙ্গোর দু’টি সাইটে বনোবো প্রজাতির ওই বন্য শিম্পাঞ্জি মায়েদের তাদের মৃত শিশুর মাংস খাওয়ার ভিডিওচিত্র দেখা গেছে।

প্রভাবশালী অন্য নারী বনোবোদের মধ্যস্থতায় তারা এ মাংস খাওয়ার সুযোগ পায় বলে ভিডিওতে দেখা যায়।

হিপ্পি মানুষেরা এ দৃশ্য দেখতে পেয়ে ভিডিও করে তা প্রদর্শন করেন অনলাইন সাইটগুলোতে।
 
ভিডিওচিত্র দু’টি দেখে কিছু মানুষের কাছে তা কষ্টদায়ক মনে হতে পারে। তবে বনোবোদের এ আচরণ শুধুমাত্র একবারই দেখা গেছে।

গবেষণা শেষে জাপানের কিয়োটো বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নাহোকো টোকুইয়ামা বলেন, বন্য শিম্পাঞ্জিগুলো কেন এ আচরণ করেছে, তা জানি না। এ ধরনের ঘটনাকে পুষ্টিজনিত কারণ দিয়ে ব্যাখ্যা করা যেতে পারে। তবে জৈবিক কারণ হিসেবে এটি খুবই ছোট ঘটনা।

ভিডিও দেখে বিস্মিত হন টোকুইয়ামা। তিনি বলেন, ভিডিওতে দেখুন, নিজ প্রজাতির কনিষ্ঠ সদস্যকে খুশি মনেই খাচ্ছিল তারা। মৃত শিশু সন্তানের মাংস নিজেদের চিকিৎসার জন্য খেয়ে থাকতে পারে বনোবো মায়েরা, যে ওষুধ অন্য কোনো মাংসে পায় না তারা।

বাংলাদেশ সময়: ০১২৩ ঘণ্টা, নভেম্বর ০২, ২০১৬
এএসআর/এমজেএফ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।