ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অফবিট

প্রতি পাঁচজনে একজন শিশুই চরম দরিদ্র

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৬
প্রতি পাঁচজনে একজন শিশুই চরম দরিদ্র

উন্নয়নশীল দেশগুলোতে শিশুদের প্রায় এক পঞ্চমাংশই চরম দারিদ্র্যের মধ্যে বসবাস করছে বলে জানিয়েছে বিশ্বব্যাংক ও জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ।

সাব-সাহারান আফ্রিকার মধ্যে অর্ধেক ও দক্ষিণ এশিয়ার মধ্যে এক-তৃতীয়াংশের বেশি শিশু এর অন্তর্ভুক্ত।

ইউনিসেফের প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর প্রায় ৩শ’৮৫ মিলিয়ন শিশু দিনে ১ দশমিক ৯০ ডলার বা তার কম আয়ের পরিবারে বাস করে।

ইউনিসেফ ও বিশ্ব ব্যাংক ক্ষতিগ্রস্ত দেশগুলোর সরকারগুলোকে শিশুদের সহায়তায় আরও অনেক কিছু করার জন্য ডেকেছিল।

ইউনিসেফ এর অ্যান্থনি লেক বলেন, শিশুরা শুধু চরম দারিদ্র্যের মধ্যেই বসবাস করছে না, দারিদ্র্যের প্রভাবে তারাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।

‘তারা খারাপ থেকে খারাপ পরিস্থিতির শিকার হয়। সবচেয়ে ছোট শিশুদের ক্ষতির হার সবচেয়ে বেশি। কারণ, উন্নয়ন ও বঞ্চনার দুঃখ তাদের শরীর ও মনকে বেশি প্রভাবিত করে। ’

জাতিসংঘ ২০৩০ সালের মধ্যে চরম দারিদ্র্য বিমোচনের একটি লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৬
এএসআর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।