ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

অফবিট

আকাশে খেলে যায় সবুজরঙা ঢেউ!

অফবিট ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৬
আকাশে খেলে যায় সবুজরঙা ঢেউ!

সবুজাভ ফিতা উড়িয়ে আকাশে উড়ে চলে রং। যারা জানেন আকাশ নীল, তাদের জন্য অবাক বনে যাওয়ার তথ্য বটে।

কিন্তু স্কটল্যান্ডের অ্যাবেরদিনশায়ার শহরের আকাশটা যে সত্যিই ছিলো সবুজ।

উত্তর মেরুর আলোকচ্ছটায় (অরোরা বোরেলিস) গত বুধবার যে সবুজাভ রং ধরেছিলো আকাশে তার ছবি তুলেছেন অনেক ফটোগ্রাফার।

সেখানে বুধবারের সন্ধ্যাটা কোনোভাবেই আবিররঙা ছিলো না।

পৃথিবীর বায়ুমণ্ডলে সূর্যতাপে অনুগুলো থেকেই সৃষ্টি হয় এই বিশেষ আলো অরোরা বোরেলিস। সূর্যতাপ অনুগুলোতে ইলেক্ট্রন তৈরি করে বিদ্যুতায়িত করে তোলে। পরে ইলেক্ট্রনগুলো পড়ে গেলে অনুগুলো নানা অস্বাভাবিক রং ছড়াতে থাকে।

বুধবার যারা আকাশের দিকে তাকিয়ে ছিলেন, তারা শ্বাসরুদ্ধ করে দেখেছেন এই আলোর বিচ্ছুরণ। আর অরোরা বোরেলিস তাদের মোটেই হতাশ করেনি। আলোর রঙের ফিতা উড়িয়ে চলেছে অ্যাবেরদিনশায়ারের আকাশে।

ভিডিওটি দেখুন। এখানে মাত্র ২৭ সেকেন্ডের হলেও তা মূলত ত্রিশ মিনিট ধরে ধারণ করা হয়।

সেই সন্ধ্যায় শহরের কোনো সড়কবাতি জ্বলেনি। অনেকে ঘরের আলোও বন্ধ করে রেখেছিলেন। যাতে তারা সবাই উপভোগ করতে পারেন এই সবুজ আলো।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০১৬
এমএমকে/এএ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।